TRENDING:

দ্রুত ওজন কমে এই খাবারগুলো খেলে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ওজন না ক্রমশই বেড়ে যাচ্ছে ৷ ধুত্তোর কিছুতেই ওজনটাকে বাগে আনা যাচ্ছে ৷ এই চিন্তাটা সর্বক্ষণ আপনার মাথায় ঘুরপাক খেয়েই চলেছে ৷ ওজন কমাতে কত কিছুই না করি আমরা ৷ অথচ কত সময়েই যে আমরা ওজন কমিয়ে দেয় যে খাবারগুলো, তার দিকে ফিরেও তাকাই না ৷ এমনকী খবরও রাখি না । ওজন কমানোর জন্য সবচেয়ে ভালো অথচ অবহেলিত খাবারগুলি কোনগুলো, জেনে নেওয়ার জন্য পড়তে থাকুন।
advertisement

আপেল: ওজন কমানোর জন্য খাবারগুলির মধ্যে সেরা হল আপেল। একটি আপেল খাওয়ার পর অনেকক্ষণ আপনার পেট ভরা থাকে এবং আরো বেশি খাওয়ার লোভ এড়ানো সহজ হয়। আপেল হজমশক্তি বাড়িয়ে দেয়। আপেল ভিটামিন সমৃদ্ধ এবং ফাইবারের মাত্রাও বেশি। তাই খোশাসুদ্ধু আপেল খান ওজন কমানোর জন্য।

আরও পড়ুন: এই ৩ ভাবে ডিম খান, ওজন কমবে

advertisement

দারুচিনি: এটি এমন একটি মশলা যা ওজন কমানোর জন্য খুবই উপকারী। আপনি এটি চা হিসেবেও খেতে পারেন অথবা এটি মধুর সঙ্গেও খেতে পারেন। যদি দ্রুত ওজন কমাতে চান, তা হলে অবশ্যই রোজ দারুচিনি খেতে হবে।

ব্রাউন রাইস এবং হোল-গ্রেনস: গবেষণায় দেখা গিয়েছে যে, ব্রাউন রাইস বা লাল চাল ওজন কমাতে সাহায্য করে, কারণ এতে কার্বোহাইড্রেটের মাত্রা কম থাকে ৷ অথচ ফাইবারের পরিমাণ বেশি থাকে। ব্রাউন রাইস এবং হোল-গ্রেনস আ পনার পেট ভরিয়ে রাখে আর সেই কারণে বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় না, ফলে ওজন কমতে থাকে।

advertisement

মাঠালোতা দই: মাঠাতোলা দই এবং দুধ খেয়েও আপনি আপনার ওজন কমাতে পারেন। এই খাবার-গুলিও ওজন কমানোর দাওয়াই হিসেবে তেমন গুরুত্ব পায় না। দইয়ে উপস্থিত উপকারী ব্যাক্টেরিয়া সহজে ওজন কমাতে সাহায্য করে। তা ছাড়াও দইয়ে থাকে হজমে সহায়ক প্রোটিন ৷ যা তাড়াতাড়ি আপনার শরীরের ক্যালোরি পুড়িয়ে ফেলতে সাহায্য করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নাশপাতি: আপনি কি জানেন যে নাশপাতিও আপনার ওজন কমিয়ে দিতে পারে? এই ফলে আছে ৬ গ্রাম সলিউবল ফাইবার ৷ যা আপনার কোলেস্টেরল কমায় এবং আপনার ওজন কমাতে সাহায্য করে। একটি নাশপাতিতে থাকে মোটে ১০০ ক্যালোরি, যা কিনা অধিকাংশ ফলেরই ক্যালোরির মাত্রার থেকে কম।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দ্রুত ওজন কমে এই খাবারগুলো খেলে