TRENDING:

Bizarre: ক্ষুদ্রাতিক্ষুদ্র! আকারে নুনের দানার থেকেও ছোট ব্যাগ বিক্রি হল ৫১ লক্ষ ৬০ হাজার টাকায়

Last Updated:

Bizarre:ফ্লুরোসেন্ট পীতাভ সবুজ রঙের এই ব্যাগ তৈরি করেছে বিখ্যাত ফ্যাশন সংস্থা লুই ভিতোঁ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্ষুদ্রাতিক্ষুদ্র বললেও হয়তো অত্যুক্তি! একটি নুনের দানার আয়তনের তুলনাতেও ছোট একটি ব্যাগ বাজিমাত করেছে সোশ্যাল মিডিয়ায়। এক কণা এই ব্যাগ নিলামে বিক্রি হল ৬৩ হাজার ডলারে। ভারতীয় মুদ্রায় এই টাকার অঙ্ক ৫১ লক্ষ ৬০ হাজার টাকা। ফ্লুরোসেন্ট পীতাভ সবুজ রঙের এই ব্যাগ তৈরি করেছে বিখ্যাত ফ্যাশন সংস্থা লুই ভিতোঁ। সংবাদপত্রের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই ব্যাগের আয়তন মাত্র ৬৫৭x২২২x৭০০ মাইক্রন। চওড়ায় ০.০৩ ইঞ্চির থেকেও কম।
advertisement

নিউইয়র্ক আর্ট কালেক্টিভ MSCHF এই তৈরি করেছে। সংস্থার তরফে ব্যাগের ছবি শেয়ার করে জানানো হয়েছে সূঁচের ছিদ্র দিয়েও সহজে গলে যাবে ব্যাগটি। আকারে সৈন্ধব লবণের একটি আকারের তুলনাতেও ছোট। একটি সৃষ্টি কত ক্ষুদ্র হতে পারে, সেটি দেখানোর জন্যই এই ব্যাগের নির্মাণ।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ব্যাগটি যিনি কিনেছেন তাঁকে দেওয়া হয়েছে ডিজিটাল ডিসপ্লে-সহ একটি মাইক্রোস্কোপ। যাতে ক্রেতা দেখতে পারেন ব্যাগটি আছে কোথায়। কণামাত্র ব্যাগের গায়ে লুই ভিতোঁ-র লোগো স্পষ্ট দেখা যাচ্ছে। এই নামী সংস্থার তৈরি বড় ব্যাগ যেখানে ৩১০০ থেকে ৪৩০০ ডলারে বিক্রি হয়, সেখানে একরত্তি এই ব্যাগের দাম ২০ গুণ বেশি।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bizarre: ক্ষুদ্রাতিক্ষুদ্র! আকারে নুনের দানার থেকেও ছোট ব্যাগ বিক্রি হল ৫১ লক্ষ ৬০ হাজার টাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল