TRENDING:

Laughing Buddha | Feng Shui : ‘লাফিং বুদ্ধ' এই নিয়মে রাখুন ঘরে! টাকা আসবে হু-হু করে! না হলেই চরম সর্বনাশ!

Last Updated:

Laughing Buddha | Feng Shui : মনে করা হয়, যেখানেই লাফিং বুদ্ধ বাস করেন, সেখানেই অর্থ আকৃষ্ট হয়। এই কারণে, মানুষ নিজেদের বাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে, হোটেলে, দোকানে, অফিসে লাফিং বুদ্ধ রাখেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  ফেং শুই বিশ্বাস অনুযায়ী ‘লাফিং বুদ্ধ’ খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয়, এই মূর্তি ঘরে রাখলে পরিবারে সুখ এবং সমৃদ্ধি আসে। যেমন হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী মনে করা হয় ধন-সম্পদের দেবতা কুবের যদি সঠিক দিকে অবস্থান করেন, তাহলে আর্থিক সমস্যা দূর হয়। তেমনই চিনা লাফিং বুদ্ধও সাফল্য এবং সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়।
advertisement

মনে করা হয়, যেখানেই লাফিং বুদ্ধ বাস করেন, সেখানেই অর্থ আকৃষ্ট হয়। এই কারণে, মানুষ নিজেদের বাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে, হোটেলে, দোকানে, অফিসে লাফিং বুদ্ধ রাখেন। কিন্তু যেখানে সেখানে রাখলে কোনও লাভ নেই। দেখে নেওয়া যাক এক নজরে—

আরও পড়ুন:

উপকারিতা—

চিনা বাস্তু অর্থাৎ ফেংশুই-তে লাফিং বুদ্ধকে ফেং শুইয়ের ঈশ্বর বলে মনে করা হয়। ফেং শুই অনুসারে লাফিং বুদ্ধকে ঘরে রাখলে সুখ, সমৃদ্ধি আসে। নেতিবাচক শক্তিও ক্ষয়প্রাপ্ত হয়।

advertisement

উপহারের প্রভাব—

ফেং শুই মনে করে, নিজে কিনে ঘরে লাফিং বুদ্ধ আনলে তার তেমন প্রভাব পড়ে না। কারণ, তখন সেটি একটি ঘর সাজানোর উপকরণ মাত্র। কিন্তু কেউ যদি লাফিং বুদ্ধ উপহার দেন, তবে তা খুবই শুভ বলে মনে করা হয়। সেজন্যই মানুষ লাফিং বুদ্ধ একে অপরকে উপহার হিসাবে দেন।

আরও পড়ুন:

advertisement

সঠিক অবস্থান—

ফেং শুই অনুযায়ী সঠিক স্থানে লাফিং বুদ্ধকে রাখতে পারলে উপকার পাওয়া যায়।

লাফিং বুদ্ধ বাড়ির মূল দরজার ঠিক সামনে থাকা উচিত, যাতে দরজা খোলার সঙ্গে সঙ্গেই এটি প্রথম দেখা যায়।

তাছাড়া লাফিং বুদ্ধকে পূর্ব দিকে রাখাও শুভ বলে মনে করা হয়।

শিশুদের পড়ার ঘরে লাফিং বুদ্ধের মূর্তি রাখলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও একাগ্রতা আসে।

advertisement

মনে রাখতে হবে, লাফিং বুদ্ধের মূর্তি মাটি থেকে যেন ৩০ ইঞ্চি উচ্চতায় রাখা থাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লাফিং বুদ্ধের ছবি পূর্ব দিকে রাখা যেতে পারে। বিশ্বাস অনুযায়ী, লাফিং বুদ্ধের মূর্তি এই দিকে রাখলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Laughing Buddha | Feng Shui : ‘লাফিং বুদ্ধ' এই নিয়মে রাখুন ঘরে! টাকা আসবে হু-হু করে! না হলেই চরম সর্বনাশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল