আসুন জেনে নেওয়া যাক বলি রেখা দূর করতে কোন কোন উপাদান ব্যবহার করা যাবে-
আরও পড়ুন: মুখের দাগ-ছোপ দ্রুত দূর করবে এই প্যাক, এর ম্যাজিকাল গুণ জানলে অবাক হবেন
দই- টক দই ত্বকের জন্য খুবই ভাল। ত্বকে ভাঁজ পড়লে নিয়মিত দইয়ের ফেস মাস্ক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আগে ত্বকে সামান্য দই মেখে দেখতে হবে কোনও অ্যালার্জি হচ্ছে কি না।
advertisement
আনারস- আনারসের রস ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে। ত্বক ভাল রাখতে আনারসের রস মুখে ৫ মিনিট মেখে রেখে ধুয়ে নিতে হবে।এতে সহজেই ত্বকের ভাঁজ নির্মূল হবে।
চাল- সামান্য চালের গুঁড়ো করে নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করতে হবে । এই প্যাক মুখে ২০ মিনিট মেখে রখে ধুয়ে নিতে হবে।
নারকেল তেল- নারকেল তেলের ত্বকের জন্য খুবই উপকারী। বলিরেখা থেকে মুক্তি পেতে রোজ রাতে ঘুমানোর আগে নারকেল তেল মুখে মেখে রাখতে হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।