TRENDING:

এইভাবে দূর করুন বাড়ির আর্থিক সমস্যা

Last Updated:

পরিবারে চলছে আর্থিক সমস্যা ? টাকাপয়সার টানাপোড়েনে সংসারে শান্তি নেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পরিবারে চলছে আর্থিক সমস্যা ? টাকাপয়সার টানাপোড়েনে সংসারে শান্তি নেই ৷ অনেকে বলছে সময় খারাপ যাচ্ছে ৷ সমস্যা দূর করতে বিভিন্ন রকম উপায় প্রয়োগ করেও ফল পাননি কোন ৷ তবে আর চিন্তার কোনও দরকার নেই ৷ কারণ আপনার জন্য এমন একটা উপায় নিয়ে এসেছি যাতে খুব শীঘ্রই ও সহজে খুলে যাবে আপনার ভাগ্যের চাবি ও একই সঙ্গে সমস্ত সমস্যা ও চিন্তা দূর হয়ে যাবে ৷
advertisement

প্রত্যেক বাড়ির পুজোর ঘরে কর্পূর রাখা অত্যন্ত জরুরি ৷ ভগবানের আরতি ও পরিবেশ শুদ্ধ করার জন্য বেশিরভাগ সময় কর্পূর ব্যবহার করা হয়ে থাকে ৷ এই কর্পূর আপনার ভাগ্য ফিরিয়ে আনতে একটি মুখ্য ভূমিকা পালন করে ৷

তাই আপনিও যদি আপনার ভাগ্য ফিরিয়ে আনতে চান তাহলে আপনিও বাড়িতে রাখতে শুরু করে দিন কর্পূর ৷ এটি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে শুরু করলেও আপনার জীবনেও ধন সম্পত্তির কোনও অবাব থাকবে না ৷

advertisement

আপনার পরিবাবে যদি টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে, টাকা খরচ হচ্ছে বেশি বা আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে রাতে রুপোর বাটিতে কর্পূর ও লবঙ্গ পোরান ৷ কয়েকদিন এই নিয়মটি পালন করলেই দেখবেন আবার আপনার ভাগ্য ফিরে এসেছে ৷

বাড়ি বা অফিসের বাস্তুদোষ দূর করতে বাড়িতে দুটো কর্পূর রাখুন ৷ এই দুটি শেষ হলে তবে আরও দুটি নিয়ে এসে রাখুন ৷ এটা নিয়মিত মেনে চললে দেখবেন বাস্তুদোষ কেটে গিয়েছে ৷

advertisement

বাড়িতে শান্তি বজায় রাখতে কর্পূরকে ঘিতে ভিজিয়ে সকাল ও সন্ধেবেলায় তাতে আগুন জ্বালান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শনিবার কর্পূরের তেলের কয়েক ফোঁটা জলে দিয়ে স্নান করলে সমস্ত রকম রোগ ব্যাধি দুরে রাখা যাবে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এইভাবে দূর করুন বাড়ির আর্থিক সমস্যা