তবে এই পদ্ধতিতে কোনও দিনই সঠিক কেন আনুমানিকভাবেও বোঝা যায় না আর কতটা গ্যাস রয়েছে সিলিন্ডারের ভিতর। তবে একটি সহজ ও ছোট্ট উপায় রয়েছে যেটা মেনে চললেই বোঝা যাবে আপনার সিলিন্ডারের ভিতর কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। প্রথমে একটা ভিজে কাপড় নিন। সেটা দিয়ে সিলিন্ডারটিকে খুব ভাল করে মুছ নিতে হবে। এতটাই ভাল করে মুছতে হবে যাতে সিলিন্ডারের গায়ে যেন কোনও ধুলোর আস্তরণ না থাকে।
advertisement
ভিজে কাপড় দিয়ে সিলিন্ডার মোছা হয়ে গেলে সেটিকে শুঁকোতে দিতে হবে। ২-৩ মিনিট পর দেখা যাবে সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়ে গিয়েছে, বাকি অংশ ভিজে তখনও ভিজে রয়েছে। তখনই বুঝে নিতে হবে সিলিন্ডারের যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে, সেই অংশে তখনও গ্যাস রয়েছে। আর যে অংশটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, সেটিতে গ্যাস নেই।
আরও পড়ুনঃ ভারতের এশিয়া কাপের দলে কারা! কে থাকছে আর কে বাদ? জেনে নিন বিস্তারিত
কারণ, যেখানে তরল থাকে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কিছুটা কম হয়। ফলে সিলিন্ডারের যে অংশে গ্যাস রয়েছে, সেই অংশটি তাপমাত্রার তারতম্যের জন্য শুকোতে বেশি সময় লাগছে।