TRENDING:

নষ্ট হবে না স্মার্ট ওয়াচের ব্যাটারি! দীর্ঘ বছর থাকবে আয়ূ! করতে হবে শুধু এই কাজ

Last Updated:

How To Improve Your Smart watch Battery Life Know Details: এই প্রতিবেদনে আপনাদের জানাব কীভাবে স্মার্টওয়াচের ব্যাটারির আয়ূ দীর্ঘ দিন করা যায়। এমন কিছু পদ্ধতি রয়েছে সেইভাবে স্মার্টওয়াচ ব্যবহার করলে দীর্ঘদিন ভাল থাকবে স্মার্টওয়াচের ব্যাটারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্মার্টওয়াচ আধুনিক জীবনের দৈনন্দিন অঙ্গ হয়ে উঠছে। সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে স্মার্টওয়াচ। হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন সেন্সর, মেয়েদের জন্য পিরিয়ড সাইকেল ট্র্যাকার, স্লিপ মনিটর, ব্লাড প্রেসার মনিটর, ব্রেথ ট্রেইনার এবং অ্যাক্টিভিটি ট্র্যাকারও বর্তমানে দেওয়া থাকে স্মার্টওয়াচে।
News18
News18
advertisement

এমনকী এখানেই শেষ নয়। আপনি সারাদিনে কতক্ষণ হাঁটলেন, কতক্ষণ ঘুমালেন, কতটুকু জল খেলেন, কখন আপনার পরিশ্রম করা উচিৎ, কখন বিশ্রাম নেওয়া উচিৎ, কখন জল খাওয়া উচিৎ সব খেয়াল রাখে স্মার্টওয়াচ। স্মার্টওয়াচের সঠিক যত্ন না নিলে ও ভুল ব্যবহারের ফলে সবথেকে তাড়াতাড়ি নষ্ট হয় ব্যাটারি।

১. এই প্রতিবেদনে আপনাদের জানাব কীভাবে স্মার্টওয়াচের ব্যাটারির আয়ূ দীর্ঘ দিন করা যায়। স্মার্টওয়াচের ব্যাটারি ভাল রাখতে হলে সবার আগে চার্জ পদ্ধতির উপর নজর দিন। অতিরিক্ত চার্জ, ফুল চার্জ হওয়ার পরও দীর্ঘ সময় চার্জে বসিয়ে রাখা দুই ক্ষতিকর ব্যাটারির জন্য। ঠিক তেমন ব্যাটারি একেবারে শূন্য শতাংশ হওয়ার পরে চার্জে বসানো বা ঘড়ি শূন্য ব্যাটারি হওয়ার পর দীর্ঘ সময় বন্ধ অবস্থায় ফেলে রাখাও উচিৎ নয়।

advertisement

২. স্মার্টওয়াচের ব্রাইটনেস কমিয়ে রাখুন। আলোর সঙ্গে অ্যাডজাস্ট করে রাখুন স্মার্টওয়াচের ব্রাইটনেস। যেমনটা স্মার্টফোনের বেলায় করে থাকি। তাহলে ব্যাটারির আয়ূ আরও দীর্ঘ হবে।

৩. নোটিফিকেশন বন্ধ করে রাখুন। জরুরি বার্তা ছাড়া অন্যান্য অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখতে পারেন। তাতে কম নোটিফিকেশন আসবে ও কম ভাইব্রেট হবে। এতে স্মার্টওয়াচের চার্জ দ্রুত শেষ হবে না।

advertisement

৪. সারাক্ষণ স্মার্টওয়াচের ডিসপ্লে অন করে রাখবেন না। অথবা ফেস অ্যাপও বন্ধ করে রাখুন। এতে ফেস শনাক্ত করে স্মার্টওয়াচ অন হবে না। তাতে চার্জ ফুরাবে কম এবং ব্যাটারির উপর চাপও পড়বে কম।

৫. স্মার্টওয়াচের ব্যাটারির আয়ূ বাড়াতে লে ব্লুটুথ এবং ওয়াই-ফাই বন্ধ করুন। স্মার্টওয়াচের অনেক বৈশিষ্ট্যের জন্য ব্লুটুথ বা ওয়াই-ফাই অ্যাক্সেস প্রয়োজন। তবে প্রয়োজন না হলে এই অ্যাক্সেসগুলো বন্ধ রাখুন।

advertisement

৬. স্মার্টওয়াচে পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে সেটিংসকে কম পাওয়ার ব্যবহার করার জন্য অপ্টিমাইজ করে। ফলে স্মার্টওয়াচের ব্যাটারির আয়ু কমে অনেক ধীরে।

৭. স্মার্টওয়াচে অনেক বেশি অ্যাপ ইন্সটল করলে স্মার্টওয়াচের কর্মক্ষমতা কমতে থাকে। অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চললে এটি পাওয়ার খরচও বাড়াতে পারে। তাই অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইন্সটল করুন।

৮. এছাড়া বেশির ভাগ একটু দামি স্মার্টওয়াচ ওয়াটার প্রুফ হয়ে থাকে। তারপরও স্মার্টওয়াচ বেশি জলে ভেজানো বা বৃষ্টি ভেজানো উচিৎ নয়। তাতে ব্যাটারি খারাপ হওয়ার ভয় থাকে।

advertisement

৯. ব্যাটারি বেশি সময় ভাল রাখার জন্য সবসময় ফোনের সঙ্গে স্মার্টওয়াচ কানেক্ট করে না রাখাই ভাল। তাহলে বেশি নোটিফিকেশন আসবে না। তাতে ব্যাটারির আয়ূ আরও বাড়বে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১০. আর সর্বশেষ বেশি ভাল ব্যাটারি পাওয়ার জন্য একটু দামি স্মার্টওয়াচ কেনাটাই ভাল। কম দামি বিভিন্ন স্মার্টওয়াচ বাজারে রয়েছে যার ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নষ্ট হবে না স্মার্ট ওয়াচের ব্যাটারি! দীর্ঘ বছর থাকবে আয়ূ! করতে হবে শুধু এই কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল