ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা ৫০ থেকে ৬৯ বছর বয়সী ২০ হাজার পুরুষের লাইফস্টাইল নিয়ে গবেষণা করেন৷ গবেষণার ফলে দেখা গিয়েছে প্রতি সপ্তাহে ১০টি করে টোম্যাটো খেলে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমতে পারে ১৮ শতাংশ পর্যন্ত৷ এছাড়াও দিনে যে কোনও পাঁচ রকম ফল বা সব্জি খেলেও প্রস্টেট ক্যানসারের সম্ভাবনা ২৪ শতাংশ পর্যন্ত কমে যায়৷
advertisement
ব্রিস্টল ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল অ্যান্ড কমিউনিটি মেডিসিনের গবেষক ভেনেসা ইর বলেন, "টোম্যাটো প্রস্টেট ক্যানসার রুখতে অন্যতম ভূমিকা পালন করে৷ টোম্যাটোর মধ্যে থাকে লাইকোপেন যা প্রস্টেট ক্যানসারের মোকাবিলায় সাহায্য করে৷" তবে সুস্থ থাকতে কোনও একটি সব্জির ওপর ভরসা না করে সুষম আহার খাওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
Location :
First Published :
April 26, 2019 3:53 PM IST