কলকাতায় যে নতুন টিসিসি খোলা হচ্ছে, সেখানে থাকবে ৪৪টি বেড। সেই সঙ্গে সারা দিনে প্রতি মুহূর্তে দক্ষ ডাক্তাররা রোগীদের সেবায় নিয়োজিত থাকবেন। যেসব রোগী স্ট্রোক, স্পাইন ইঞ্জুরি, ট্রমা, পার্কিনসন্স, অ্যালঝাইমার্স-সহ নানা রোগ থেকে সেরে উঠছেন, তাঁরা রিহ্যাবিলিটেশনের সুবিধা পাবেন। শুধু তা-ই নয়, এমনকী যাঁদের অপারেশন পরবর্তী কেয়ারের প্রয়োজন রয়েছে, তাঁরাও এখানে পরিষেবা পাবেন। এর জন্য তৈরি করা হয়েছে নিরাপদ এবং সংক্রমণ-মুক্তি একটা পরিবেশ। থাকছে দক্ষ স্টাফ এবং উন্নত মানের যন্ত্রপাতি।
advertisement
আরও পড়ুন- এসি থেকে বেরিয়ে যাওয়া জল ফেলে দেবেন না ! ব্যবহার করুন এই ভাবে
এছাড়া অন্যান্য এইচসিএএইচ-এর মতো উন্নত প্রযুক্তি, দক্ষ নার্স, ফিজিওথেরাপিস্ট, অক্যুপেশনাল, রেসপিরেটরি ও স্পিচ স্যালো থেরাপিস্ট, ডায়েটিশিয়ান ও ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের মতো দক্ষ রিহ্যাব প্রফেশনাল। যাতে রোগীরা দ্রুত সেরে উঠে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেদিকটা নজর রাখা হবে এখানে। এই নয়া কেন্দ্রটি হওয়ার ফলে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মানুষদের ব্যাপক সুবিধা হবে।
এই প্রসঙ্গে এইচসিএএইচ-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বিবেক শ্রীবাস্তব বলেন, “ট্রানজিশনাল কেয়ার পরিষেবা প্রদানের মাধ্যমে রোগীদের জীবনের মান আরও উন্নত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের এই কেন্দ্রের মাধ্যমে আমরা রিহ্যাবিলিটেশন প্রয়োজনীয়তার কথা তুলে ধরছি। সাশ্রয়ী মূল্যে সহজে যাতে রোগীরা ভাল মানের স্বাস্থ্যপরিষেবা পান, সেদিকটাও দেখা হবে এই কেন্দ্রে।”
এইচসিএএইচ-এর সিওও ডা. গৌরব ঠুকরাল আবার জানান, রোগীরা যাতে পুরোপুরি সেরে উঠতে পারেন এবং আগের মতো ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এইচসিএএইচ।