TRENDING:

Yashtimadhu or Liquorice: সর্দিকাশি, গলাব্যথার মতো সমস্যায় অন্ধের ষষ্ঠি ভেষজ ষষ্টিমধু ব্যবহারে বিপত্তিও আছে! জানেন তো?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যষ্ঠি, তাও নাকি আবার মিষ্টি? আপাত বিপরীত এই দুই শব্দ মিলিয়েই তৈরি শব্দবন্ধ ‘যষ্টিমধু’ (Yashtimadhu)৷ অর্থাৎ দেখতে যষ্টি বা কাঠের লাঠির মতো, কিন্তু স্বাদে মিষ্টি ৷ উচ্চারণ স্রোতে পরে সেটাই হয়ে গিয়েছে ষষ্টিমধু ৷ ইংরেজিতে যাকে বলা হয়, ‘লিকোরাইস’ (Liquorice)৷ ওষধিগুণের জন্য এই ভেষজ তুলনাহীন ৷
advertisement

‘গ্লাইসাইররিজ গ্লাবরা’ (Glycyrrhiza Glabra) বৈজ্ঞানিক নামের গাছের শিকড়ই ব্যবহৃত হয় ষষ্টিমধু নামে৷ দক্ষিণ পূর্ব এশিয়া ছাড়াও মধ্যপ্রাচ্য ও ইউরোপে এর ব্যবহার প্রচলিত ৷

# মৃদু সর্দিকাশি হলে বা শ্বাসনালী পরিষ্কার রাখতে ষষ্টিমধু অসাধারণ কার্যকর ৷ ঋতু পরিবর্তনের সময়ে ষষ্টিমধু সেবনের উপদেশ দেওয়া হয় ৷ ভাইরাস থেকে হওয়া জ্বর উপশমেও উপকারী এই ভেষজ ৷

advertisement

# তা ছাড়া ষষ্টিমধু বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ৷ রোজ সকালে এক কাপ জলে এক চামচ শুকনো ষষ্টিমধুর গুঁড়ো মিশিয়ে, মিনিট পাঁচেক ফুটিয়ে তার পর ছেঁকে নিয়ে পান করুন ৷ যাঁদের ঠান্ডা লাগার ধাত আছে, তারা এই পানীয় সেবনে উপকৃত হবেন মরসুম পরিবর্তনের সময়ে ৷

আরও পড়ুন : আয়রনের জন্য নিরামিষাশীরা ডায়েটে অবশ্যই রাখুন এই খাবারগুলি

advertisement

# হাঁপানি রোগের চিকিৎসাতেও ষষ্টিমধু ব্যবহার করা হয় আয়ুর্বেদ চিকিৎসায় ৷ কাশি ও গলাব্যথার মতো সমস্যায় মধু সহযোগে ষষ্টিমধু সেবনের কথা বলা হয় ৷

# যাঁদের কণ্ঠস্বরের ব্যবহার বেশি, অর্থাৎ যাঁরা বাচিকশিল্পী, তাঁরা মাঝে মাঝে মুখে রাখতে পারেন ষষ্টিমধুর টুকরো ৷ এতে কণ্ঠস্বর পরিষ্কার ও স্পষ্ট থাকে ৷

# হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের সমস্যায় জলের সঙ্গে ষষ্টিমধুর গুঁড়ো মিশিয়ে পান করার পরামর্শ দেওয়া হয় ৷

advertisement

# অনেকে প্রায়ই ভোগেন মুখের ভিতরের আলসারে ৷ বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই অসুখের প্রবণতা বেশি লক্ষ করা যায় ৷ সেক্ষেত্রেও উপশম এনে দেবে ষষ্টিমধু ৷

# ত্বকের বিভিন্ন সংক্রমণেও ব্যবহার করা যায় ষষ্টিমধুর প্রলেপ ৷ দাঁত ও মাড়ির বিভিন্ন অসুখ প্রতিরোধেও ষষ্টিমধুর উপকারিতা আছে ৷

আরও পড়ুন : নিয়ন্ত্রিত মধুমেহ? বাড়তি ওজনহ্রাস? ভরসা রাখুন এক এবং অদ্বিতীয় পানপাতায়

advertisement

যখন বিপত্তির কারণ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চিকিৎসকদের মতে, অনেক সমস্যায় অন্ধের ষষ্ঠি হয়ে ওঠা যষ্টিমধুও কিন্তু বেশি ব্যবহারে বিপত্তির কারণ হতে পারে ৷ একটানা বেশি পরিমাণে সেবন করা উচিত নয় ৷ কিডনি রোগ, হার্টের রোগ ও উচ্চরক্তচাপের রোগীদের যষ্টিমধু ব্যবহার করা উচিত নয় বলে মত বিশেষজ্ঞদের৷ অন্তঃসত্ত্বা অবস্থাতেও ষষ্টিমধু থেকে দূরে থাকতে হবে ৷ যে সব মায়েরা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন তাঁরা দিনে খুব পরিমিত হারে এটি খেতে পারেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Yashtimadhu or Liquorice: সর্দিকাশি, গলাব্যথার মতো সমস্যায় অন্ধের ষষ্ঠি ভেষজ ষষ্টিমধু ব্যবহারে বিপত্তিও আছে! জানেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল