উপকরণ :
চিকেন পিস ৪ টা
ডিম ১ টা
গোল মরিচ গুঁড়ো ১/২ চামচ
ওয়েস্টার সস ১ টেবিল চামচ
সয়া সস ১ চামচ
সরষে গুঁড়ো / পেস্ট ১ চামচ
ময়দা ১ টেবিল চামচ
টোস্ট বিস্কুট এর গুঁড়ো ১ কাপ
নুন আন্দাজ মত
তেল ১ কাপ
প্রনালি :
চিকেন পিস গুলো ধুয়ে জল ঝরিয়ে রাখুন।
advertisement
একটা পাত্রে ডিম, সরষে গুঁড়ো, ওয়েস্টার সস, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, নুন, ময়দা এক সাথে ফেটিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন।
এরপর চিকেন পিস গুলো বিস্কুটের গুঁড়োতে ভাল ভাবে মিশিয়ে ১০ মিনিট ফ্রিজে রাখুন। এতে চিকেনের সঙ্গে ক্রাম্ব লেগে থাকবে।
ডুবো তেলে সময় নিয়ে সোনালি করে ভাজুন। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন ৷
advertisement
Location :
First Published :
October 16, 2016 7:42 PM IST