সময়ে সঙ্গে বদল ঘটেছে জামাইষষ্ঠীর রীতিতেও। এখন আর বড় কাঁসার থালার পাশে পাঁচমেশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে, হাত পাখা হাতে ভোজনরত শাশুড়ির ছবিটার বদল ঘটেছে অনেকটাই। তবে একটা চিন্তা আগেও ছিল, আছে এখনও। তা হল এই দিনটিতে জামাইয়ের সাজটা ঠিক কেমন হবে? সেই হদিশই দিলেন ফ্যাশন ডিজাইনার সুজয় দাশগুপ্ত ৷
advertisement
জামাইষষ্ঠীতে ধুতি-পাঞ্জাবিতেই স্বচ্ছন্দ্য অনেকেই ৷ তবে গরমের কারণে আবার এই পোশাকটা অপছন্দ করেন-এই সংখ্যাটা আরও বেশি ৷ তাই হালফিলের জামাইরা হালকা মেটিরিয়ালের কুর্তা বা পাঞ্জাবি পরতে পারেন ৷ সঙ্গে পরতে পারেন সিগারেট প্যান্ট, ধোতি প্যান্ট, যোধপুরী প্যান্ট দিয়ে। চাইলে বিভিন্ন কাটের পাঞ্জাবিও পরতে পারেন। জিনস পরলে পায়ে থাকুক গ্ল্যাডিয়েটর। নাহলে, সিগারেট প্যান্টের সঙ্গে পরতে পারেন কোলাপুরী চপ্পল। ধোতি প্যান্টের সঙ্গে দিব্যি মানাবে মোজরি। সঙ্গে মানানসই কোলাপুরি চপ্পল সাজটাকে কমপ্লিট করবে ৷ যে রংগুলো এই গরমে ফ্যাশন ইন, তা হল-টার্মারিক, ম্যাঙ্গো মোজিতো, প্রিন্সেস ব্লু, সুইট লিলাক ও সুইট কর্ন ৷
আরও পড়ুন: জামাইষষ্ঠী কি সত্যিই 'জামাই'-দের অনুষ্ঠান ? জানুন আসল কথা
এ তো গেল জামাইদের রংয়ের কথা ৷ তবে জামাইদের সঙ্গে মেয়েরাও তো আসবেন ৷ যাঁকে ঘিরে তৈরি হয়েছে সম্পর্ক, তাঁর কথা বাদ দিলে কি চলে! তাই জেনে নেওয়া যাক এ দিনটিতে কেমনভাবে সেজে উঠবেন মেয়েরা ৷ ইক্কত, কলমকারি, জামদানি শাড়ি পরতেই পারেন। তবে, এক্সপেরিমেন্ট করতে পারেন ব্লাউজের কাট নিয়ে। তাতের শাড়ি হোক কিংবা সিন্থেটিক। তার সঙ্গে স্লিভলেস বা লম্বা হাতার ব্লাউজ পরুন। গরমে খুব বেশি গয়না পরতে অনেকেরই আপত্তি থাকে। তাই হালকা গয়না পরুন। শাড়ির সঙ্গে কানে হালকা ঝুমকো চলতে পারে। তবে হ্যাঁ, আজকাল কিন্তু মাটি, কাপড়, অক্সিডাইজ বিভিন্ন মেটিরিয়ালের গয়না পাওয়া যায়। পোশাকের সঙ্গে ম্যাচিং করে কিনে নিন। চাইলে খোপায় জড়িয়ে নিন জুঁই ফুলের মালা। সব থেকে বড় কথা যে আরামদায়ক পোশাক পরুন ৷
মডেল: প্রিয়ম চক্রবর্তী, রাজীব বোস ৷
পোশাক: সুজয় দাশগুপ্ত ৷
মেক-আপ: সুরজিৎ সরকার ৷
ফটোগ্রাফি: জাভেদ ৷
লুক: আঁচকান ৷
