TRENDING:

জামাইষষ্ঠীতে কেমনভাবে সাজবেন ? রইল ফ্যাশন ডিজাইনারের সাজেশন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মিষ্টির হাঁড়ি হাতে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুরঘর আলো করবে জামাই বাবাজি। পঞ্চব্যঞ্জনে সাজবে জামাইয়ের পাত। ও হ্যাঁ, জামাইষষ্ঠীর তত্ত্বের কথা ভুললে চলবে কী করে! জামাইয়ের জন্য কেমন পোশাক নেওয়া ভাল তা নিয়ে চিন্তা করতে করতেই গলদঘর্ম অবস্থা। জামাইয়ের পছন্দ হবে তো? জামাই যা খুঁতখুঁতে। চিন্তা এ দিকেও। এত দিন বাদে বৌকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হবে। গোটা আয়োজনের আকর্ষণ নিজেই। তখন সাজপোশাকে একটু আভিজাত্যের ছোয়া না থাকলে হয় নাকি! কিন্তু যা গরম, আরামের দিকটাও তো খেয়াল রাখতে হবে। গর্মির রাস্তায় হেঁটে ঘামে জ্যাবজ্যাবে হয়ে শ্বশুরবাড়ি পৌঁছলে শ্যালক-শ্যালিকার হাসির পাত্র হতে হবে। চিন্তা তো কম নয়!
advertisement

সময়ে সঙ্গে বদল ঘটেছে জামাইষষ্ঠীর রীতিতেও। এখন আর বড় কাঁসার থালার পাশে পাঁচমেশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে, হাত পাখা হাতে ভোজনরত শাশুড়ির ছবিটার বদল ঘটেছে অনেকটাই। তবে একটা চিন্তা আগেও ছিল, আছে এখনও। তা হল এই দিনটিতে জামাইয়ের সাজটা ঠিক কেমন হবে? সেই হদিশই দিলেন ফ্যাশন ডিজাইনার সুজয় দাশগুপ্ত ৷

advertisement

জামাইষষ্ঠীতে ধুতি-পাঞ্জাবিতেই স্বচ্ছন্দ্য অনেকেই ৷ তবে গরমের কারণে আবার এই পোশাকটা অপছন্দ করেন-এই সংখ্যাটা আরও বেশি ৷ তাই হালফিলের জামাইরা হালকা মেটিরিয়ালের কুর্তা বা পাঞ্জাবি পরতে পারেন ৷ সঙ্গে পরতে পারেন সিগারেট প্যান্ট, ধোতি প্যান্ট, যোধপুরী প্যান্ট দিয়ে। চাইলে বিভিন্ন কাটের পাঞ্জাবিও পরতে পারেন। জিনস পরলে পায়ে থাকুক গ্ল্যাডিয়েটর। নাহলে, সিগারেট প্যান্টের সঙ্গে পরতে পারেন কোলাপুরী চপ্পল। ধোতি প্যান্টের সঙ্গে দিব্যি মানাবে মোজরি। সঙ্গে মানানসই কোলাপুরি চপ্পল সাজটাকে কমপ্লিট করবে ৷ যে রংগুলো এই গরমে ফ্যাশন ইন, তা হল-টার্মারিক, ম্যাঙ্গো মোজিতো, প্রিন্সেস ব্লু, সুইট লিলাক ও সুইট কর্ন ৷

advertisement

আরও পড়ুন: জামাইষষ্ঠী কি সত্যিই 'জামাই'-দের অনুষ্ঠান ? জানুন আসল কথা

এ তো গেল জামাইদের রংয়ের কথা ৷ তবে জামাইদের সঙ্গে মেয়েরাও তো আসবেন ৷ যাঁকে ঘিরে তৈরি হয়েছে সম্পর্ক, তাঁর কথা বাদ দিলে কি চলে! তাই জেনে নেওয়া যাক এ দিনটিতে কেমনভাবে সেজে উঠবেন মেয়েরা ৷ ইক্কত, কলমকারি, জামদানি শাড়ি পরতেই পারেন। তবে, এক্সপেরিমেন্ট করতে পারেন ব্লাউজের কাট নিয়ে। তাতের শাড়ি হোক কিংবা সিন্থেটিক। তার সঙ্গে স্লিভলেস বা লম্বা হাতার ব্লাউজ পরুন। গরমে খুব বেশি গয়না পরতে অনেকেরই আপত্তি থাকে। তাই হালকা গয়না পরুন। শাড়ির সঙ্গে কানে হালকা ঝুমকো চলতে পারে। তবে হ্যাঁ, আজকাল কিন্তু মাটি, কাপড়, অক্সিডাইজ বিভিন্ন মেটিরিয়ালের গয়না পাওয়া যায়। পোশাকের সঙ্গে ম্যাচিং করে কিনে নিন। চাইলে খোপায় জড়িয়ে নিন জুঁই ফুলের মালা। সব থেকে বড় কথা যে আরামদায়ক পোশাক পরুন ৷

advertisement

মডেল: প্রিয়ম চক্রবর্তী, রাজীব বোস ৷

পোশাক: সুজয় দাশগুপ্ত ৷

মেক-আপ: সুরজিৎ সরকার ৷

ফটোগ্রাফি: জাভেদ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

লুক: আঁচকান ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জামাইষষ্ঠীতে কেমনভাবে সাজবেন ? রইল ফ্যাশন ডিজাইনারের সাজেশন