রূপ বিশেষজ্ঞরা বলেন, চোখের যথাযথ মেকআপ সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে। আসল ব্যাপার হল, চোখের মেকআপ যত ভাল হবে, তত সুন্দর দেখাবে। তাছাড়া পুজো বলে কথা! নিখুঁত তো হতেই হবে। এখানে নয়নের নজরকাড়া মেকআপ টিপস নিয়ে আলোচনা করা হল, যা চেহারা থেকে বয়সের ছাপও ঢেকে দেবে।
আই প্রাইমার লাগাতেই হবে: চোখের প্রাইমার চোখের মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। তাই ভাল ব্র্যান্ডের প্রাইমার কেনাই উচিত। আজকাল মেকআপে রাসয়নিক পণ্যের ছড়াছড়ি। তাতে ত্বকের ক্ষতি হয়। এটা ব্যবহার করলে ত্বক বাঁচবে। তাছাড়া মেকআপও বেশিক্ষণ টিকবে।
advertisement
ব্যবহার করতে হবে আইশ্যাডো: চোখের মেকআপে আইশ্যাডো গুরুত্বপূর্ণ। পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে এমন হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করাই সবচেয়ে ভাল। এটাই পারফেক্ট লুক এনে দেবে। এছাড়া শেডের সঙ্গে আইশ্যাডোর রঙ যাতে ম্যাচ করে, সেদিকটাও খেয়াল রাখতে হবে।
লাইনার বা মাসকারা মাস্ট: পুজোর সময় চোখ আরও সুন্দর করে তুলতে লাইনার বা কাজল লাগাতেই হবে। এটা চোখকে নিখুঁত চেহারা দেবে। এ নিয়ে বেশি ভাবাভাবির প্রয়োজন নেই। যে কোনও রঙের লাইনার বা কাজল লাগানো যায়।
হাইলাইটার ব্যবহার করতেই হবে: চোখের মেকআপকে হাইলাইট করতে চাইলে হাইলাইটার ব্যবহার মাস্ট। বিশেষ করে ছোট চোখ হলে, চোখের কোণে লাগাতে হবে হাইলাইটার হ্যাক। এতে সুন্দরভাবে ফুটে উঠবে চোখ। চাইলে ভুরুতেও হাইলাইটার লাগানো যায়। এতে বোল্ড লুক আসবে।
মাথায় রাখতে হবে: আইলাইনার লাগানোর সময় এর গুণমানের দিকেও খেয়াল রাখতে হবে। না হলে শুধু মেকআপ খারাপ হবে তাই নয়, চোখেরও ক্ষতি হবে। চোখের উপর আইশ্যাডো লাগাতে চাইলে প্রথমে শেডগুলো দিয়ে তারপর আইলাইনার লাগানোই ভাল। চোখের ভিতরের কোণে মোটা আর বাইরের কোণে পাতলা লাইনার লাগানো উচিত নয়। আইলাইনার সমান হতে হবে। মাথায় রাখতে হবে, চোখের পাতার লোমেও আইলাইনার লাগাতে হবে এবং সেটাও যতটা সম্ভব পাতলা করে।