TRENDING:

এই লক্ষণগুলো দেখলেই সাবধান হন, মৃগী হতে পারে, কথা বলুন ডাক্তারের সঙ্গেও

Last Updated:

Epilepsy Symptoms: এ দেশে আজও মৃগী নিয়ে ছুঁৎমার্গ রয়েছে। তাই রোগ নির্ণয়ে দেরি হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৃগী বা এপিলেপ্সি দীর্ঘস্থায়ী মস্তিষ্কের রোগ। যে কোনও বয়সেই হতে পারে। গোটা বিশ্বে আনুমানিক ৫০ লক্ষ মানুষ মৃগী রোগে ভুগছেন। ভারতে এই সংখ্যাটা ১২ মিলিয়ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৃগীকে সাধারণ স্নায়বিক রোগ আখ্যা দিয়েছে। তবে এ দেশে আজও মৃগী নিয়ে ছুঁৎমার্গ রয়েছে। তাই রোগ নির্ণয়ে দেরি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৃগীকে সাধারণ স্নায়বিক রোগ আখ্যা দিয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৃগীকে সাধারণ স্নায়বিক রোগ আখ্যা দিয়েছে
advertisement

মৃগী রোগে খিঁচুনি: মৃগীরোগে আক্রান্ত ব্যক্তিদের হঠাৎ খিঁচুনি হয়। খিঁচুনি হল মস্তিষ্কে অস্বাভাবিক এবং অত্যধিক বৈদ্যুতিক ক্রিয়াকলাপের আকস্মিক বৃদ্ধি যা একজন ব্যক্তির উপস্থিতি বা আচরণে প্রভাব ফেলে। চিকিৎসকরা বলছেন, মৃগীরোগে আক্রান্ত ব্যক্তিদের নানা ধরণের খিঁচুনি হয়। কখনও মাথা ঝিমঝিম করে, কখনও পেশি শক্ত হয়ে যায়। কখনও কখনও খিঁচুনি এতটাই বেড়ে যায় যে জ্ঞান থাকে না। ডাকলেও সাড়া দিতে পারে না রোগী।

advertisement

আরও পড়ুন :  অকালপক্বতা রোধ থেকে ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো প্রাণঘাতী সমস্যার সমাধান আছে লাউয়ের রসে

মৃগী রোগের প্রধান কারণ: ১। সম্ভবত সংক্রমণই বিশ্বব্যাপী মৃগী রোগের প্রধান কারণ। তাই মস্তিষ্কে সংক্রমণের কারণে খিঁচুনি হতে পারে। জেনেটিক কারণেও মৃগী রোগ হতে পারে। ২। কখনও পূর্বপুরুষের জিন থেকে আসে, কখনও বা জেনেটিক পরিবর্তনের কারণে হয়। ৩। জন্মের সময় অক্সিজেনের কম মাত্রার কারণেও ঘটতে পারে। ৪। মৃগীরোগ এমন অবস্থার কারণে হতে পারে যা রোগ প্রতিরোধ ক্ষমতা মস্তিষ্কের কোষকে আক্রমণ করে। ৫। চিকিৎসকরা বলেন, জন্মগত ত্রুটি মস্তিষ্ককে প্রভাবিত করে। এটা মৃগীরোগের একটি সাধারণ কারণ। কিছু জন্মগত ত্রুটি যা মৃগীরোগের সঙ্গে যুক্ত হয়েছে তার মধ্যে রয়েছে ফোকাল কর্টিকাল ডিসপ্লাসিয়া, পলিমাইক্রোজিরিয়া এবং টিউবারাস স্ক্লেরোসিস। ৬। মাথায় আঘাতের পরে মস্তিষ্কে দাগ, স্ট্রোকের পরে মস্তিষ্কের ক্ষতি এবং টিউমারও মৃগীরোগের কারণ হতে পারে।

advertisement

মৃগী রোগের প্রাথমিক লক্ষণ: খিঁচুনি ধরনের উপর নির্ভর করে একজন ব্যক্তির উপসর্গ পরিবর্তিত হতে পারে। যাই হোক, বারবার খিঁচুনি মৃগী রোগের প্রাথমিক লক্ষণ। খিঁচুনি হওয়ার লক্ষণগুলি হল: হঠাৎ জ্ঞান হারানো, পেশির অনিয়ন্ত্রিত গতিবিধি, যোগাযোগ এবং বোঝার সমস্যা, মানসিক উপসর্গ যেমন ভয় এবং উদ্বেগ, শ্বাসকষ্ট, হঠাৎ হাতের ঝাঁকুনি এবং হাত থেকে জিনিস পড়ে যাওয়া, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এই লক্ষণগুলো দেখলেই সাবধান হন, মৃগী হতে পারে, কথা বলুন ডাক্তারের সঙ্গেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল