দুর্গাপুজো শুধু উৎসব নয়, শিল্প আর ঐতিহ্যের মেলবন্ধন। আর এই ঐতিহ্যের কেন্দ্রে থাকা মণ্ডপ তৈরির কাজে এবার এক ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়ছে বর্ধমানে। এতদিন মণ্ডপ তৈরির কাজ মানেই মনে করা হত, এটা পুরুষদের কাজ। কিন্তু এবার বদলে গিয়েছে সেই চেনা ছবি। পুজোর এই কর্মযজ্ঞে পুরুষদের পাশে দাঁড়িয়ে সমান তালে কাজ করছে মেয়েরাও। তাদের চোখেমুখে নেই ক্লান্তি ,আছে কাজের প্রতি গভীর নিষ্ঠা আর ভবিষ্যতের স্বপ্ন। তারা শুধু একটা কাঠামোই বানাচ্ছে না, নিজেদের ভবিষ্যতও গড়ে তুলছে। বর্ধমানের উদয় পল্লী যুবক সংঘের ৮১ তম বর্ষে এবারের থিম ‘ফিরিয়ে দাও অরণ্য’, যার মূল ভাবনা নগরায়নের ফলে ধ্বংস হয়ে যাওয়া প্রকৃতিকে তুলে ধরা, যাতে সচেতন হন সকলে। শিল্পী রঙ্গজীব রায়ের এই ভাবনাই শিল্পকর্মে ফুটিয়ে তুলছেন বি.এড পড়ুয়া সুকৃতি, শম্পা,রাখিদের টিম। এই দুর্গা পুজোয় মায়ের আগমন শুধু উদযাপনের নয়, নারীশক্তির নতুন রূপের জয়গানও।
advertisement