তবে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মজার ভিডিয়োও দেখতে পাওয়া যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করেছে ট্রোলভিচার নামের একটি পেজ। এই পেজটি এই রকম নানা মজার ভিডিও মাঝে মধ্যেই শেয়ার করে। তারা যে কোথায় খুঁজে পায় এসব ভিডিও , তা শুধু তারাই জানে। তবে শুধু ইনস্টা নয় ইউটিউবেও শেয়ার হয়েছে এই ভিডিও। বহু মানুষ শেয়ার করেছেন এই ভিডিও।
advertisement
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে এক সুন্দরী মহিলা বিকিনি পরে বিচে অর্থাৎ সমুদ্র সৈকতে শুয়ে রোদ পোহাচ্ছেন। যা অনেকেই করে থাকেন। এই পর্যন্ত ঠিক আছে। এর পর যা হল, তা দেখে আপনি হাসি আটকাতে পারবেন না। মহিলার পোষা একটি কুকুর বাঁধালো যত গোল। কুকুর ছানাটি এসে মহিলার বিকিনি টেনে খুলে দিল। সি বিচেই নগ্ন করে ছাড়বে সে তার মালকিনকে। কোনও রকমে বিকিনি দু’হাতে ধরে রক্ষা পেলেন মহিলা। এই ভিডিওটি শেয়ার হতেই তুমুল ভাইরাল হয়।