অস্ট্রেলিয়া ন্যাশনল ইউনিভার্সিটি-এর এক গবেষণা পত্রে উঠে এসেছে এমনই এক তথ্য ৷ যেখানে রিসার্চের মধ্যে দিয়ে দেখা গিয়েছে, যে মানুষেরা স্কুল পাস করতে পারেননি, তাঁদের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি !
এই গবেষণাটি মূলত করা হয়েছিল, ৪৫ থেকে ৬৪ বছর বয়সি মানুষদের মধ্যে ৷ এবং দেখা গিয়েছে, সেই সব মানুষ যাঁরা স্কুল পাস করতে পারেননি, তাঁদের মধ্যেই হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি ৷
advertisement
তবে এই রিসার্চই নয়, এই বিশ্ববিদ্যালয়ের অন্য একটি গবেষণায় দেখা গিয়েছে যে মানুষদের রোজগার বেশি, সে মানুষদের মধ্যেও হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি ৷
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানিয়েছেন, এই সবই মূলত এফেক্ট করে মানুষের নার্ভ সিস্টমের ওপর ৷ যা কিনা অবচেতন অবস্থাতেই সুপ্তভাবে লুকিয়ে থাকে ৷ আর তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রকট হয় ৷ যার ফল হৃদরোগ !
advertisement
Location :
First Published :
December 22, 2016 6:13 PM IST