বাজারে প্রচুর কাশির ওষুধ পাওয়া যায়। তার সবগুলিই যে ক্ষতিকর, তা নয়। তবে তার মধ্যে কিছু রয়েছে ‘ফিক্সড ডোজ় কম্বিনেশন’ (এফডিসি) ওষুধ। এই ধরনের ‘কম্বিনেশন’ ওষুধগুলি তৈরি হয় নানা গোত্রের ওষুধ মিলিয়ে-মিশিয়ে। সেগুলি শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এমন ওষুধই নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের যে কাশির সিরাপগুলি খাওয়ানো যাবে না, সেগুলি মূলত ক্লোরফেনিরামিন ম্যালিয়েট ও ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড কম্বিনেশনের কিছু ওষুধ।
advertisement
ক্লোরোফেনিরামাইন ম্যালেট এবং ফেনাইলেফ্রাইন— এই দুই ধরনের উপাদান মিশ্রিত যে কোনও ওষুধ, সিরাপই চার বছরের কমবয়সি কোনও শিশুকে খাওয়ানো যাবে না। কিন্তু কোন ওষুধে কী উপাদান মেশানো আছে, তা সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই সিরাপের বোতলের গায়ে উপাদানের তালিকা উল্লেখ করে দেওয়ার জন্য ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রের ওষুধ শিশুদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। শিশুদের মধ্যে তন্দ্রাচ্ছন্নতা, ঘুমের অভ্যাস পরিবর্তন সহ একাধিক প্রভাব লক্ষ করা যায়। এছাড়াও অনেক সময় চিকিৎসকদের অনুমতি না নিয়েই বাবা মায়েরা শিশুদের কাশির সিরাপ দেন। তাই এমন ওষুধ বিক্রিই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।