TRENDING:

Cough Syrup: চার বছরের নীচে শিশুদের যখন ইচ্ছে খাওয়ানো যাবে না কাশির সিরাপ, চার ধরনের সিরাপ বন্ধ করল কেন্দ্র

Last Updated:

শিশুদের খাওয়ানো হয় এই ধরনের মোট চার রকমের কাশির সিরাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিশুদের খাওয়ানো হয় এই ধরনের মোট চার রকমের কাশির সিরাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চার বছরের নীচের শিশুদের যে কোনও কাশির ওষুধ খাওয়ানো যাবে না।
বেশ কিছূ কাশির সিরাপ নিষিদ্ধ করল কেন্দ্র।
বেশ কিছূ কাশির সিরাপ নিষিদ্ধ করল কেন্দ্র।
advertisement

বাজারে প্রচুর কাশির ওষুধ পাওয়া যায়। তার সবগুলিই যে ক্ষতিকর, তা নয়। তবে তার মধ্যে কিছু রয়েছে ‘ফিক্সড ডোজ় কম্বিনেশন’ (এফডিসি) ওষুধ। এই ধরনের ‘কম্বিনেশন’ ওষুধগুলি তৈরি হয় নানা গোত্রের ওষুধ মিলিয়ে-মিশিয়ে। সেগুলি শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এমন ওষুধই নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের যে কাশির সিরাপগুলি খাওয়ানো যাবে না, সেগুলি মূলত ক্লোরফেনিরামিন ম্যালিয়েট ও ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড কম্বিনেশনের কিছু ওষুধ।

advertisement

ক্লোরোফেনিরামাইন ম্যালেট এবং ফেনাইলেফ্রাইন— এই দুই ধরনের উপাদান মিশ্রিত যে কোনও ওষুধ, সিরাপই চার বছরের কমবয়সি কোনও শিশুকে খাওয়ানো যাবে না। কিন্তু কোন ওষুধে কী উপাদান মেশানো আছে, তা সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই সিরাপের বোতলের গায়ে উপাদানের তালিকা উল্লেখ করে দেওয়ার জন্য ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রের ওষুধ শিশুদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। শিশুদের মধ্যে তন্দ্রাচ্ছন্নতা, ঘুমের অভ্যাস পরিবর্তন সহ একাধিক প্রভাব লক্ষ করা যায়। এছাড়াও অনেক সময় চিকিৎসকদের অনুমতি না নিয়েই বাবা মায়েরা শিশুদের কাশির সিরাপ দেন। তাই এমন ওষুধ বিক্রিই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cough Syrup: চার বছরের নীচে শিশুদের যখন ইচ্ছে খাওয়ানো যাবে না কাশির সিরাপ, চার ধরনের সিরাপ বন্ধ করল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল