TRENDING:

হেয়ার কালার নয়, ঘরোয়া উপায়ে পাকাপাকিভাবে পাকা চুল কালো করুন

Last Updated:

হেয়ার কালার নয়, ঘরোয়া উপায়ে পাকাপাকিভাবে পাকা চুল কালো করুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চুলে পাক ধরেছে! বাজারে হাজার কিসিমের, নানা ব্র্যান্ডের হেয়ার কালার মেলে ঠিকই, কিন্তু চুলে কেমিক্যাল ট্রিটমেন্ট করাতে ভয় পাচ্ছেন?
advertisement

টেনশন শিকেয় তুলে রাখুন। পাকা চুল কালও হবে যাবে, অথচ কেমিক্যালও ব্যবহার করতে হবে না! একেবারেই সহজ পদ্ধতিতে, ঘরোয়া উপায়ে পাকাপাকিভাবে চুলের কালো রং ফিরিয়ে আনুন। কীভাবে?

৫টা পাতিলেবু , ৫ কোয়া রসুন, ১ কাপ মধু আর ১ কাপ ফ্ল্যাক্স সিডের তেল একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিন। লেবুর খোসা না ছাড়ালেও অসুবিধে নেই। এবার, এই ঘন মিশ্রণটা একটা কাচের বয়ামে ঢেলে রাখুন। প্রতিদিন সকালে, দুপুরে, বিকেলে ও রাতে খাওয়ার আগে এই মিশ্রণটি এক চা চামচ করে খেয়ে নিন । মাস তিনেক খেলেই দেখবেন, পাকা চুল এমনিতেই কালো হয়ে যাচ্ছে। পাশাপাশি, দৃষ্টিশক্তিও ভাল হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তিনিই এখন ব্র্যান্ড! তাঁর নামেই পুরুলিয়ার প্রসিদ্ধ মিষ্টির নামকরণ, স্বাদে-গন্ধে অতুলনীয়
আরও দেখুন

আরও পড়ুন-জেনে নিন, বাজার থেকে কেনা ফল, শাক-সবজি, মাছ কীভাবে ফরমালিন মুক্ত করবেন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হেয়ার কালার নয়, ঘরোয়া উপায়ে পাকাপাকিভাবে পাকা চুল কালো করুন