TRENDING:

পুজোর বাকি ৮ দিন, ঝকঝকে হতে রূপটান সেরে ফেলুন আলু দিয়েই !

Last Updated:

কথায় কথায় আর বিউটি পার্লারে নয় ৷ এবার ঘরে বসেই পেতে পারেন ঝকঝকে ত্বক ৷ আর তার জন্য যথেষ্ট একটা আলুই !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কথায় কথায় আর বিউটি পার্লারে নয় ৷ এবার ঘরে বসেই পেতে পারেন ঝকঝকে ত্বক ৷ আর তার জন্য যথেষ্ট একটা আলুই ! পড়ে নিন নিচে লেখা আলু দিয়ে তৈরি ফেস প্যাক ৷
advertisement

আলু ও লেবুর রস

১ চা চামচ গ্রেট করা আলুর সঙ্গে ১/২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এবার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আলু, টমেটো ও টকদই

১ চা চামচ গ্রেট করা আলু, ১ চা চামচ টমেটো পেস্ট ও ১ চা চামচ টকদই ভালো করে মিশিয়ে গলা ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।

advertisement

আলু, টমেটো ও দুধের সর

১ চা চামচ গ্রেট করা আলু, ১ চা চামচ টমেটো পেস্ট ও ১/২ চা চামচ দুধের সর একসাথে মিশিয়ে গলা ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।

আলু, স্ট্রবেরি ও মধু

অর্ধেক আলু ও ১টা স্ট্রবেরি একসঙ্গে পেস্ট করে নিতে হবে। এর সঙ্গে ১/২ চা চামচ মধু মিশিয়ে মুখে ও গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।

advertisement

আলু, মুলতানি মাটি ও গোলাপজল

এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। ১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১/২ চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। গলা ও মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বক হলে এটি না লাগানোই ভালো।

আলু, টকদই ও হলুদ

advertisement

১ চা চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ টকদই ও ১ চিমটি হলুদ মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

আলু, কাঁচা দুধ ও আমন্ড অয়েল

১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ কাঁচা দুধ ও ২-৩ ফোটা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

advertisement

আলু, কাঁচা দুধ ও গ্লিসারিন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়গাঁ হয়ে ভুটান যাওয়া এখন আর‌ও সহজ, সময় লাগবে একেবারে অর্ধেক! আসল 'সিক্রেট' জানুন
আরও দেখুন

আপনার কাছে আমন্ড অয়েল না থাকলে আপনি গ্লিসারিন দিয়েও প্যাকটি বানাতে পারেন। ১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ কাঁচা দুধ ও ২-৩ ফোটা গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোর বাকি ৮ দিন, ঝকঝকে হতে রূপটান সেরে ফেলুন আলু দিয়েই !