TRENDING:

Ranu Mondal: রাণু মণ্ডলের কণ্ঠে "টুম্পা সোনা" গান ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, দুর্বার গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

রাণাঘাট রেল স্টেশন থেকেই নতুন প্রতিভার খবর পেয়েছিল দেশ, এবার "টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা" গানটি গেয়ে ফের ভাইরাল ফেসবুকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের সোশ্যাল মিডিয়া কাঁপালেন রাণাঘাটের রাণু মণ্ডল ৷ লতা মঙ্গেশকরের "এক প্যায়ার কা নাগমা মৌজ কী কাহানি হ্যায়, জিন্দেগি অউর কুছ ভী নেই তেরি মেরি কাহানি হ্যায় ৷" এই গানটি রাণাঘাট স্টেশনে গেয়ে সবার নজরে এসেছেছিলেন ফল সরূপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছিলেন রাণু মণ্ডল ৷ এরপরে বলিউডের জনপ্রিয় নায়ক ও সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া রাণুর কণ্ঠ শুনে অভিভূত হয়েছিলেন, রাণু মণ্ডলকে দিয়েই তেরি মেরি, তেরি মেরি গানটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল গানটি ৷
advertisement

তারপর থেকেই বদলেছে রাণু মণ্ডলের পরিচিত বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় যখনই রাণু মণ্ডলের কোনও ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিও কাঁপিয়েছে মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷ আস্তে আস্তে জনগণের মধ্যে রাণু মণ্ডলের গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ সেই রাণু মণ্ডলকেই এইবার নতুন অবতারে দেখতে পাওয়া গিয়েছে ৷ তিনি টুম্পা সোনা গানটি গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ৷ একই সঙ্গে সেই গানটি সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

একই সঙ্গে ফের "এক প্যায়ার কা নাগমা মৌজ কী কাহানি হ্যায়, জিন্দেগি অউর কুছ ভী নেই তেরি মেরি কাহানি হ্যায় ৷" গানটি গেয়ে ঝড় তুলেছেন, সেই গানটি তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ranu Mondal: রাণু মণ্ডলের কণ্ঠে "টুম্পা সোনা" গান ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, দুর্বার গতিতে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল