TRENDING:

চোখে জল নিয়ে হারানো ভালবাসা ফিরে পেতে মনীষা কৈরালার বাড়ি গিয়েছিলেন আমির খান !

Last Updated:

বহুবারের দেখা ভিডিও দেখে নিন আরও একবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট ছবি মন ৷ ইন্দর কুমারের নির্দেশনায় আমির খান ও মনীষা কৈরালার দারুণ অভিনয় দর্শকদের কাছে এক আলাদা ভাললাগার পরিবেশ সৃষ্টি করেছে ৷ মন ছবির প্রতিটি গানই অত্যন্ত ভাল ও সেই সময়ে সুপারহিট হয়েছিল ৷ উদিত নারায়ণের কন্ঠে একের পর সুপারহিট গান দর্শকেরা উপহার পেয়েছেন ৷
advertisement

ভাললাগার ও ভালবাসার ছবি মন ৷ সঞ্জীব ও দর্শনের সুরে অনবদ্য গানগুলি মন জয় করেছেন একই সঙ্গে কাহিনিবিন্যাস সৃজনশীলতা ও চিত্রনাট্য বিশেষ ভাবে উল্লেখ করার মত ৷ ভালবাসা ফের প্রমাণ করেছে যে তার অবস্থান মানুষের জীবনে এক বড় জায়গায় জুড়ে ৷ মানুষের ঘুমিয়ে তাকা মনুষ্বকে একমাত্র জাগিয়ে তুলতে পারে প্রকৃত ভালবাসাই ৷

advertisement

দেবকরণ সিং (আমির খান), প্রিয়ার (মনীষা কৈরালা) প্রেমে পড়ে নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করে প্রিয়ার উপযুক্ত করেছিল ৷ তার মাঝেই বিভিন্ন ঘাত প্রতিঘাত ৷ সময়ের ওঠাপড়া

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেমন করে তাঁদের দুজনকে তড়পেছে ৷ প্রেমিকার পায়ে নূপুর পরিয়ে দিতে গিয়েছিলেন দেব ৷ ফিরে পেতে চেয়েছিলেন মনের মানুষকে ৷ পরে কী হয়েছিল তা অনেকেরই জানা আছে ৷ তবুও দেখে নিন ভিডিওটি ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চোখে জল নিয়ে হারানো ভালবাসা ফিরে পেতে মনীষা কৈরালার বাড়ি গিয়েছিলেন আমির খান !