মহারাষ্ট্রের সোলাপুরের একটি জনসভায় মোদি জানিয়েছেন জনমতকে মর্যাদা দিয়েই শেষপর্যন্ত সংসদের উচ্চকক্ষেও পাশ হয়ে যাবে এই বিল। পাশাপাশি, এই বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা, এই অভিযোগও তুলেছেন মোদি ।
অবিচারের মানসিকতা পরিবর্তন হোক ও সর্বস্তরের মানুষই সমানাধিকার পাক এটাই কাম্য , মন্তব্য মোদির ।এই 'ঐতিহাসিক' বিলের মাধ্যমেই প্রত্যেকের বিকাশের লক্ষ্যপূরণ সম্ভব, আশ্বাস মোদির।
advertisement
উচ্চবর্ণ সংরক্ষণ ছাড়াও এই মুহূর্তে সিটিজেনশিপ বিল নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি । তবে এই বিলের কারণে অসম ও উত্তর-পূর্বের নাগরিকদের অধিকার কোনওভাবেই খর্ব হবে, সোলাপুরে আশ্বাস মোদির।
গতকালই লোকসভায় পাস হয়েছে উচ্চবর্ণ সংরক্ষণ সংশোধনী বিল ৷ সংশোধনীর পক্ষে ভোট পড়েছে ৩২৩টি ও বিপক্ষে ভোট পড়ছে ৩টি ৷ যদিও, ভোটের মুখে এ সব গিমিক, কেন্দ্রকে কটাক্ষ বিরোধীদের।
Location :
First Published :
January 09, 2019 2:11 PM IST