জাকার্তা ও পালেমবাং-এ এশিয়ান গেমসে ইতিমধ্যেই ভারতীয় টেনিস দল ইতিমধ্যেই ইন্দোনেশিয়া পৌঁছে গেছে ৷ কিন্তু দলের সঙ্গে পৌঁছননি লিয়েন্ডার ৷ তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দলের কোচ ও অধিনায়ক জিশান আলি জানিয়েছেন, ‘‘ও কবে আসছে আমার কোনও ধারণা নেই ৷ একমাত্র ও নিজেই জানে ও কবে কী করবে ৷ শেষ যখন ওঁর সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন ও জানিয়েছিল সিনসিনাতি ওপেনে খেলে ও পালেমবাং -এ আসছে ৷ কিন্তু ও সিনসিনাতি ওপেনেও খেলছে না ৷ ’’
advertisement
রোহন বোপন্না ও দ্বিবিজ শরণ খুব সম্ভবত ডাবলস পার্টনার হবেন ৷ সেক্ষেত্রে পেজকে সুমিত নাগল বা রামকুমার রামনাথনের সঙ্গে পার্টনার হতে হবে লিয়েন্ডারকে ৷
৪৫ -র লিয়েন্ডার শেষ ২০০৬ তে এশিয়ান গেমসে খেলেছেন ৷ তাঁর নামের পাশে ৫ টি সোনার পদক রয়েছে ৷ ওয়াকিবহাল মহলের ধারণা লিয়েন্ডার নিশ্চয় এশিয়ান গেমসের কেরিয়ার উজ্জ্বল ভাবে শেষ করতে চাইবেন ৷