TRENDING:

শেষ যাত্রায় বাজপেয়ী, শ্রদ্ধা জানাতে আসা স্বামী অগ্নিবেশকে বেধড়ক মারধর

Last Updated:

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে বিজেপি সমর্থকদের হাতে প্রহৃত স্বামী অগ্নিবেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের হেনস্তার শিকার স্বামী অগ্নিবেশ ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে শারীরিকভাবে নিগৃহীত হন স্বামী অগ্নিবেশ ৷ ৮০ বছর বয়সী এই সমাজসেবী মানুষটিকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে ৷ উল্লেখ্য, এর আগেও স্বামী অগ্নিবেশের সঙ্গে বিজেপি সমর্থকদের এমন ব্যবহারের অভিযোগ সামনে এসেছিল ৷
advertisement

শুক্রবার সকালে বাজপেয়ীর মরদেহ রাখা ছিল দীনদয়াল উপাধ্যায় মার্গে, বিজেপির নতুন সদর দফতরে। বহু গুণমুগ্ধ অনুরাগী, ভক্তদের মতো প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে সেখানে এসেছিলেন স্বামী অগ্নিবেশ ৷ কিন্তু প্রয়াত অটল বিহারি বাজপেয়ীর কাছে পৌঁছনোর আগেই দীনদয়াল উপাধ্যায় মার্গে প্রবেশ করতেই তাঁর উপর চড়াও হয় বেশ কয়েকজন বিজেপি যুব মোর্চা কর্মী-সমর্থক ৷ প্রৌঢ় মানুষটিকে বেধড়ক মারধর করা হয় বলে, অভিযোগ ৷

advertisement

আরও পড়ুন 

শান্তিনিকেতনে এসে ১২ পদের মেনু তৃপ্তি করে খেয়েছিলেন বাজপেয়ী...

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

অটলজির মরদেহে মালা দেওয়া দূরস্থান স্বামী অগ্নিবেশকে বিজেপি দফতরের ভিতরেই পৌঁছতে দেওয়া হয়নি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজেপি কর্মকর্তারা তাঁকে রাস্তার মোড় থেকে ধাক্কা মারতে মারতে এলাকা থেকে বার করে দেন ৷ এর আগেও বিজেপি সমর্থকদের বিরুদ্ধে স্বামী অগ্নিবেশকে হেনস্থার অভিযোগ সামনে এসেছিল ৷ সম্প্রতি স্বামী অগ্নিবেশের কিছু রাজনৈতিক উক্তিতে প্রবল অসন্তুষ্ট হয় বিজেপি ৷ সেই ক্ষোভেরই বহিপ্রকাশ হিসেবে বিভিন্ন জায়গায় বিজেপি, আরএসএস ও ভিএইচপি সমর্থকদের হাতে প্রহৃত স্বামী অগ্নিবেশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শেষ যাত্রায় বাজপেয়ী, শ্রদ্ধা জানাতে আসা স্বামী অগ্নিবেশকে বেধড়ক মারধর