আরও পড়ুন : চলছে কর্ণাটকে ভোট গ্রহণ, শেষ পাওয়া খবরে ২৪ শতাংশ ভোট পড়েছে
ভোট কেন্দ্রে যাতে মানুষের পৌঁছতে কোনও অসুবিধা না হয় তার জন্যও প্রশাসন পুরো বিষয় খতিয়ে দেখছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতিটি বুথে এবং সেক্টর অফিস গুলিতে নির্বাচন কমিশনের নির্দেশ মত পুলিশ মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তার দিকটি জেলা জুড়েই সুনিশ্চিত করা হচ্ছে। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন,পুলিশ।
advertisement
এবার ঝাড়গ্রাম জেলায় মোট ৮০৬ গ্রাম পঞ্চায়েত আসনে ভোট হচ্ছে। ১৮৭ টি পঞ্চায়েত সমিতির আসনে এবং ১৬টি জেলা পরিষদ আসনে নির্বাচন হবে । জেলার মোট পোলিং সেন্টার ১০২৬, পোলিং প্রেমিসেস ৯৮৭ টি। ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের জন্য মোট আটটি গণনা কেন্দ্র রয়েছে।
এছাড়া ডিসি, আরসিও প্রতিটি ব্লকের জন্য একটি করে মোট আটটি করে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবার আলাদাভাবে স্পর্শ কাতর ,অতি স্পর্শ কাতর বুথ চিহ্নিত হয়নি।
আরও পড়ুন : কর্ণাটকে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে দল, দাবি অমিত শাহের
প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য স্পর্শকাতর বুথ আলাদাভাবে চিহ্নিত না করা হলেও সব বুথ গুলিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।এবার ঝাড়গ্রাম জেলার মোট আটটি ব্লকে পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার ৮,১৩,১৫৫।