কুমারস্বামীর মন্তব্যের পরই টুইট করে বিজেপি ৷ টুইটে বিজেপির মন্তব্য, কুমারস্বামী একজন ‘কিংবদন্তি অভিনেতা’ আর তিনি এই নাটক করেই ‘সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে ৷’ তাকে এই নাটকের জন্য একটি সেরা অভিনেতার শিরোপা দেওয়া হোক ৷ বিজেপির দাবি, রাজ্যের মানুষকে নিজেদের কব্জায় রাখতেই এমন একটি ‘নাটক’ করলেন কুমারস্বামী ৷
একইসঙ্গে কুমারস্বামীর গোটা বক্তব্যটি ভিডিও ক্লিপের মাধ্যমে টুইট করে বিজেপি ৷ সেই ভিডিও-র ক্যাপশনে বিজেপি জানায়,
advertisement
কুমারস্বামীর এই মন্তব্যের পরই কংগ্রেস-জেডিএস জোটের ভাঙনের জল্পনাও জোরাল হতে শুরু করে ৷ শেষমেষ উপায় না পেয়ে ময়দানে নামে জেডিএস এবং কংগ্রেসের নেতারা ৷ জেডিএস দলের মহাসচিব এবং মুখপাত্র দানিশ আলির মন্তব্য,
তবে, কুমারস্বামীর এহেন মন্তব্যের পর কংগ্রেস-জেডিএস জোটের অন্দরে যে ক্ষোভের জন্ম নিয়েছে সেই বিষয়টিও স্পষ্ট ৷ কারণ কুমারস্বামীর মন্তব্যের বিরোধিতা করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা জি পরমেশ্বরা ৷ তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জোট সরকারের বিষপান করছেন কুমারস্বামী ! এমন একটি কথা কীভাবে বলতে পারেন তিনি ? রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত সবসময় খুশি থাকার ৷ তাহলেই তো সাধারণ মানুষ খুশিতে থাকবে ৷’
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যেতে চাই! কংগ্রেস-জেডিএস জোট সরকার নিয়ে বিস্ফোরক কুমারস্বামী
গতকাল দলের একটি বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কুমারস্বামী ৷ তিনি বলেন,
এমন মন্তব্য করেই কান্নায় ভেঙে পড়েন কুমারস্বামী ৷ আর তারপরেই দর্শকাসন আসন থেকে ভেসে আসে একটিই শব্দ, ‘আমরা রয়েছি আপনার সঙ্গে ৷’ তবে, বিজেপির দাবিই কি সত্যিই ? রাজ্যের মানুষকে নিজের পাশে রাখতেই কি নয়া কৌশল নিলেন কুমারস্বামী ? গোটা ঘটনাটির পর এমন বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠছেই ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}