কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে বনি সেনগুপ্তের সঙ্গে আর্থিক লেনদেনের খোঁজ পেয়েছিল ইডি। সেই কারণে, গত ১০ মার্চ বনিকে ডেকেও পাঠানো হয়েছিল। বনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন, তাঁকে লিড রোলে রেখে সিনেমা করতে চেয়েছিলেন কুন্তল। তারই প্রাথমিক পারিশ্রমিক হিসাবে তাঁকে ৩০-৪০ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: দুবাই-ব্যাঙ্কক-মলদ্বীপ! অভিনেতা বনি সেনগুপ্তর ঘন ঘন বিদেশ ভ্রমণেও এবার নজর ED-র
advertisement
সেই সময় একটি গাড়ি কিনছিলেন অভিনেতা। তাই সরাসরি সেই গাড়ি কেনার জন্যই কুন্তল বনিকে ওই টাকা দেন। যদিও সেই সিনেমা আর হয়নি। বনির দাবি, এর পরে কুন্তলের বিভিন্ন ইভেন্টে গিয়ে সেই টাকা পুষিয়ে দিয়েছিলেন তিনি। যদিও এরপরেও ওই গাড়ি সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে আগামী মঙ্গলবার বনি সেনগুপ্তকে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।
জানা গিয়েছে, ২০১৭ সালে গাড়ি কিনলেও ২০২১-এর ডিসেম্বরে সেই ল্যান্ড রোভার গাড়িটি বিক্রি করে দেন অভিনেতা। আর বিজ্ঞাপন দেখে তাঁর কাছ থেকে গাড়িটি কেনেন নিউটনের অভিজাত আবাসন উত্তরার তৃতীয়ায় বাসিন্দা শৌভিক মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। ওই অভিজাত আবাসনটির টাওয়ার ওয়ানের ১০৪ নম্বর ফ্ল্যাটে থাকেন তিনি। যদিও এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন শৌভিক।
শুধু গাড়িই নয়, ইডি-র নজরে রয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর ঘন ঘন বিদেশভ্রমণও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ২০১৮, ২০১৯ এবং ২০২২-এ পর পর বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন বনি। অথচ, এই সময় কালে তেমন কোনও বড় সিনেমা করতে দেখা যায়নি অভিনেতাকে। অভিনেতা বনি সেনগুপ্তর বিদেশযাত্রা নিয়েও তাই খোঁজখবর নতে চায় ইডি।