তবে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে, ফলপ্রকাশে কোর্টে নিষেধাজ্ঞা উঠলেও এখনই নবম-দশম, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ করা সম্ভবপর নয় ৷ কারণ- আরসিআই ট্রেনিংপ্রাপ্ত করা মামলার পরিপ্রেক্ষিতে ফলপ্রকাশে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিচারপতি রাজীব শর্মা ৷ এদিন তিনিই সব পক্ষের সওয়াল শুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন ৷ এর রায়ের SSC-র ফলপ্রকাশে সবথেকে বড় বাধা কাটল ৷
advertisement
তবে এখানেই আশঙ্কার শেষ নয় ৷ নবম-দশম, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশে এখনও রয়েছে আইনি বাধা ৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক মামলা বিচারাধীন আদালতে ৷ পার্শ্বশিক্ষকদের করা একটি মামলাতেও আদালত স্টেট লেবেল সিলেকশন টেস্ট (SLST)-এর ফলপ্রকাশে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা আরোপ করেছে ৷ সেই নিষেধাজ্ঞা এখনও বহাল ৷ ফলে বাধা কাটলেও এখনই জট মুক্ত নয় শিক্ষক নিয়োগ ৷
SSC ফলপ্রকাশে নিষেধাজ্ঞা প্রত্যাহার হাইকোর্টের
আদালতের নির্দেশ ছাড়া এখনই ফলপ্রকাশ সম্ভব নয় ৷ আগামী সপ্তাহে পার্শ্বশিক্ষক মামলার শুনানি রয়েছে ৷ সেই মামলার উপরই ফলপ্রকাশ নির্ভরশীল ৷ সেক্ষেত্রে স্থগিতাদেশ উঠে গেলে আগামী সপ্তাহে ফলপ্রকাশ হতে পারে ৷
পিছিয়ে গেল উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ , অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ নিয়ে আশঙ্কা
এই মামলাটি ছাড়াও নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর বর্তমান শিক্ষকদের করা একটি মামলাও আদালতে বিচারাধীন ৷ তবে শুক্রবারের মামলার রায়ে শিক্ষক নিয়োগে বড় বাধা কাটল বলেই মনে করছে স্কুল সার্ভিস কমিশন ৷