আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1° বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1° কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 14.8 মিলিমিটার।
advertisement
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দু- এক জায়গায়। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা হুগলি পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দু'এক জায়গায় অতি বর্ষণের সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জেলায়।
বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দু'এক জায়গায় প্রবল বর্ষণের পূর্বাভাস বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
মৌসুমী অক্ষ রেখা হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে। গয়া থেকে মালদার উপর দিয়ে এই অক্ষরেখা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখার সক্রিয় ঝারখন্ড সিকিম ও উত্তরবঙ্গের উপরে।
এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
আগামী চার পাঁচদিন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
