কলকাতা: ২০১৬ সালে যারা চাকরি পেয়েছিলেন সেই সময়ের চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার বেলা ১২ থেকে ১৬৬ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পুরনো চাকরিতে ফেরার নিয়োগপত্র দেওয়া হল।
advertisement
প্রসঙ্গত, ২০১৬ সালের আগে এরা এসএসসির পরীক্ষা দেন অন্য সালে। নন টিচিং স্টাফ থেকে ২০১৬ পরীক্ষার পর এদের মধ্যে অনেকে শিক্ষক পদে নিয়োগ হন। অনেকে আবার শিক্ষক হিসেবে কাজ করতেন স্কলে।
ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে প্রায় চার হাজারেরও বেশি প্রার্থীদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন দিয়েছেন নবান্ন।
তবে অনেকেই দাবি করেছেন পুরোনো চাকরিতে যোগ দেওয়া অনেক সমস্যার। বাড়ি থেকে স্কলের ডিসটেন্স হোক কিংবা পোস্ট সব কিছুতেই তাদের কঠিন পথ অবলম্বন করানো হল।২০১৬ সালের আগে যাঁরা যে ডিপার্টমেন্টে চাকরি করতেন তাঁদের আজ সেই পুরোনো ডিপার্টমেন্টের চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে। এঁরা সকলেই ২০১৬ সালের আগে এসএসসির দিয়েছিলেন। সেখান থেকে ২০১৬ তে আসেন। আজ তাদের পুরোনো চাকরির নিয়োগ পত্র দেওয়া হচ্ছে।
