TRENDING:

West Bengal SIR List: ভোটার তালিকায় নাম আছে! কিন্তু নাম-ঠিকানার বানান ভুল? ফর্ম ৮-এ সংশোধনের সুযোগ! জানুন পুরো প্রক্রিয়া

Last Updated:

West Bengal SIR List: তবে তালিকা প্রকাশের পরই উঠে এসেছে একাধিক প্রশ্ন। অনেকের নাম তালিকায় থাকলেও ব্যক্তিগত তথ্যে ভুল দেখা যাচ্ছে—যেমন নামের বানান, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখ, লিঙ্গ বা ঠিকানার তথ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বহু প্রতীক্ষার অবসান। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল খসড়া SIR ভোটার তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট electoralsearch.eci.gov.in-এ ক্লিক করলেই নিজের ও পরিবারের সদস্যদের নাম খুঁজে দেখতে পারবেন ভোটাররা।
News18
News18
advertisement

একই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বাদ যাওয়া ভোটারদের তালিকাও। সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ ইন করলেই বাতিল হওয়া ভোটারদের নাম দেখা যাচ্ছে এবং সেই তালিকা ডাউনলোড করার সুবিধাও রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে।

advertisement

তবে তালিকা প্রকাশের পরই উঠে এসেছে একাধিক প্রশ্ন। অনেকের নাম তালিকায় থাকলেও ব্যক্তিগত তথ্যে ভুল দেখা যাচ্ছে—যেমন নামের বানান, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখ, লিঙ্গ বা ঠিকানার তথ্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু ভোটার কার্ডে বাংলা ও ইংরেজি—দু’ভাষাতেই তথ্য থাকে, তাই বানান সংক্রান্ত ভুলের সমস্যাও দেখা দিচ্ছে।

advertisement

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, কোনও তথ্য ভুল থাকলে ভোটারদের ফর্ম ৮ পূরণ করতে হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইনে ফর্ম ৮ পূরণ করা যাবে। পাশাপাশি ওয়েব ব্রাউজারে ‘Form 8 Voter ID’ লিখে সার্চ করলেও পিডিএফ পাওয়া যাবে। চাইলে নিজের এলাকার বিএলও (BLO)-র কাছ থেকেও এই ফর্ম সংগ্রহ করা সম্ভব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'নিগনের মন্ডা'খেয়েছেন? নলেন গুড়ের স্বাদ নিতে ছুটে আসে দূর দূরান্তের মানুষ
আরও দেখুন

ফর্ম ৮-এর মাধ্যমে ভোটাররা নাম, বয়স, ছবি, বাবা বা মায়ের নাম, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক, ঠিকানা, লিঙ্গ ও জন্ম তারিখ সংশোধন করতে পারবেন। এছাড়াও ভোটার কার্ডে ই-মেল আইডি ও মোবাইল নম্বর যুক্ত করার সুবিধাও রয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal SIR List: ভোটার তালিকায় নাম আছে! কিন্তু নাম-ঠিকানার বানান ভুল? ফর্ম ৮-এ সংশোধনের সুযোগ! জানুন পুরো প্রক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল