TRENDING:

SIR West Bengal News Today Live: SIR ইস্যুতে পথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিল্ডে নেমে কাজ শুরু করে দিলেন BLO-রা

Last Updated:

West Bengal SIR, Kolkata Latest News Today Live Updates in Bengali: মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে SIR। আজ থেকেই বাড়ি বাড়ি যাবেন BLO-রা। তাদের সঙ্গেই থাকবে যাবতীয় নথিপত্র। এসআইএর নিয়ে চড়ছে রাজনীতির পারদও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে SIR। ফিল্ডে নেমে SIR-এর কাজ শুরু করে দিলেন BLO-রা। তাদের সঙ্গেই থাকবে যাবতীয় নথিপত্র। এসআইএর নিয়ে চড়ছে রাজনীতির পারদও। দুপুরে কলকাতার রাস্তায় নামছে রাজ্যের শাসক দল। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল। উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোবাধ্যায় সহ অন্যান্য় নেতৃত্ব। একই দিনে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এসআইআর নিয়ে তৃণমূলের অপপ্রচারের প্রতিবাদে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, মঙ্গলবার মুম্বই থেকে দিল্লি যাওয়ার কথা বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের। বুধে সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। আজ আইসিসি-র বৈঠক শুরু। দুবাইয়ে চার দিনের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একইসঙ্গে রঞ্জি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে কঠিন লড়াই বাংলার।

পাশাপাশি আবহাওয়ার দিকে নজর রাখলে মান্থার প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরের উপর ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের উপর তার প্রভাব পড়ার সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া মোটামটি শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

News18
News18
advertisement
November 04, 20253:25 PM IST

একই সময়ে দুই প্রান্তে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী

SIR ইস্যুতে একই সময়ে রাজ্যের দুই প্রান্তে পথে শাসক-বিরোধী দুই দলের হেভিওয়েট। রেড রোড থেকে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, সোদপুরের পানিহাটিতে SIR-এর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মিছিলে পা মেলাচ্ছেন শুভেন্দু অধিকারী।
November 04, 20253:09 PM IST

SIR ইস্যুতে পথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

SIR ইস্যুতে পথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলে অসংখ্যা মানুষের ঢল। মিছিলে সিনেমা-সিরিয়ালের কলাকুশলীরা। রেড রোড থেকে জোডাাসঁকো পর্যন্ত মিছিল তৃণমূল কংগ্রেসের। সংবিধান হাতে মিছিয়ে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
November 04, 20252:11 PM IST

অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃত্যু দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইসলামপুরে

ইসলামপুর বাস টার্মিনসে পৌরসভার নির্মীয়মাণ ভবনের দোতলা থেকে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃত্যু দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে নির্মীয়মাণ ভবনটির দোতলার উপর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই সন্দেহ হয় স্থানীয়দের। এরপর স্থানীয়রা দোতলা উপরে গিয়ে দেখেন একটি মৃতদেহ ঢাকা অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
advertisement
November 04, 20252:08 PM IST

সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুদিনে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার, অর্থাৎ ৪ নভেম্বর রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু দিন। তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে বাংলার রাজনীতিতে একাধিক দায়িত্ব সামলেছেন সুব্রত মুখোপাধ্যায়।
November 04, 20251:58 PM IST

মন্দারমনির সৈকত থেকে উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ মৎস্যজীবিরই

মন্দারমনির সৈকত থেকে উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ মৎস্যজীবিরই। মঙ্গলবার কাঁথির মর্গে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন পরিবারের লোকজন। গত ২১ অক্টোবর পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে নিখোঁজ হয়েছিল মৎস্যজীবী শেখ মনসুর। মন্দারমনির সমুদ্র সৈকত থেকে গত ২৮ তারিখ ক্ষত বিক্ষত দেহটি উদ্ধার করে পুলিশ।
November 04, 20251:53 PM IST

জানা গেল নিউ টাউন যাত্রাগাছিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয়

গত বৃহস্পতিবার নিউ টাউন যাত্রাগাছিতে যে অজ্ঞত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল। অবশেষে জানা গেল সেই ব্যক্তির নাম পরিচয়। মৃতের নাম স্বপন পামেল্লা। বাড়ি পশ্চিম মেদিনীপুর এলাকার নীলদা পোস্ট অফিসের অন্তর্গত দিলমাটিয়া গ্রামে। তার সটলেক দত্তাবাদ এলাকায় একটি সোনার দোকান রয়েছে এবং সেখানে ভাড়া থাকতেন। তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
advertisement
November 04, 20251:44 PM IST

হাওড়ায় বাধার মুখে BLO

মঙ্গলবার থেকে শুরু হয়েছে SIR। উত্তর থেকে দক্ষিণ বাড়ি বাড়ি যাচ্ছেন BLO-রা। হাওড়ায় পরিচয় পত্র দেখাতে না পেরে বাধার মুখে BLO। এলাকাবাসীর বাধা। পরিস্থিতি ঘিরে তৈরি হয় সাময়ীক উত্তেজনা।
November 04, 20251:05 PM IST

জায়গা পেলেন না হরমনপ্রীত, মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা আইসিসির

মহিলা বিশ্বকাপ শেষ হতেই ঘোষিত হল বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ। ভারতকে চ্যাম্পিয়ন করেও দলে জায়গা পেলেন না হরমনপ্রীত কউর। ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন সেখানে। পাকিস্তান ও ইংল্যান্ডের এক জন ক্রিকেটার রয়েছেন দলে।
বিশ্বকাপের সেরা একাদশ: ১) স্মৃতি মন্ধানা (ভারত), ২) লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক),৩) জেমাইমা রদ্রিগেজ় (ভারত), ৪) মারিজ়ান কাপ (দক্ষিণ আফ্রিকা), ৫) অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), ৬) দীপ্তি শর্মা (ভারত)৭) অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), ৮) নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), ৯) সিদরা নাওয়াজ় (পাকিস্তান), ১০) আলানা কিং (অস্ট্রেলিয়া), ১১) সোফি ইকলেস্টোন (ইংল্যান্ড), দ্বাদশ ক্রিকেটার— ন্যাট শিভার ব্রান্ট (ইংল্যান্ড)।
November 04, 20251:04 PM IST

মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা আইসিসির

মহিলা বিশ্বকাপ শেষ হতেই ঘোষিত হল বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ। ভারতকে চ্যাম্পিয়ন করেও দলে জায়গা পেলেন না হরমনপ্রীত কউর। ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন সেখানে। পাকিস্তান ও ইংল্যান্ডের এক জন ক্রিকেটার রয়েছেন দলে। বিশ্বকাপের সেরা একাদশ: ১) স্মৃতি মন্ধানা (ভারত), ২) লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক),৩) জেমাইমা রদ্রিগেজ় (ভারত), ৪) মারিজ়ান কাপ (দক্ষিণ আফ্রিকা), ৫) অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), ৬) দীপ্তি শর্মা (ভারত)৭) অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), ৮) নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), ৯) সিদরা নাওয়াজ় (পাকিস্তান), ১০) আলানা কিং (অস্ট্রেলিয়া), ১১) সোফি ইকলেস্টোন (ইংল্যান্ড), দ্বাদশ ক্রিকেটার— ন্যাট শিভার ব্রান্ট (ইংল্যান্ড)।
advertisement
November 04, 202512:37 PM IST

সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেহেতু জামিন মামলার শুনানি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এবার মামলাটি আসবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে তিনি পুনরায় এই মামলার শুনানির জন্য বিচারপতি নির্দিষ্ট করবেন। যেহেতু মামলাটি প্রায় পূর্ণাঙ্গ শুনানি সম্পন্ন হয়েছে তাই মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসেই পাঠানোর সম্ভাবনা রয়েছে।
November 04, 202512:21 PM IST

শুভেন্দুর মিছিল আটকাতে ডিভিশন বেঞ্চে রাজ্য

কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দর সিঙ্গেল বেঞ্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনার সোদপুরে মিছিলের অনুমতি দিয়েছিল। তবে রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে। রাজ্যের পক্ষ থেকে আদালতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টোর দিকে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের দাবি, মঙ্গলবার রাস উৎসব এবং বুধবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে ওই এলাকাগুলিতে প্রশাসনিক চাপ বাড়বে। তাই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দুই মিছিলই বন্ধ রাখার নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন জানিয়েছে রাজ্য।
November 04, 202512:08 PM IST

উত্তর থেকে দক্ষিণ বাড়ি বাড়ি পৌছে এনুমারেশন ফর্ম দিচ্ছেন BLO-রা

উত্তর থেকে দক্ষিণ বাড়ি বাড়ি পৌছে এনুমারেশন ফর্ম দিচ্ছেন BLO-রা। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম বিলি। এনুমারেশন শেষে ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটারতালিকা। সেই তালিকায় নিয়ে কোনও আপত্তি বা প্রশ্ন থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানানো যাবে। হিয়ারিং ও ভেরিফিকেশন চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। একেবারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কা হবে ৭ ফেব্রুয়ারি।
advertisement
November 04, 202511:44 AM IST

মহিলাদের বছরে ৩০ হাজার টাকা! বিহারে ভোটের ২ দিন আগে বড় প্রতিশ্রুতি তেজস্বীর

নজরে মহিলা ভোট। প্রথম দফার ভোটের দু’দিন আগে বিহারের মা-বোনেদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন আরজেডি নেতা তথা বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তাঁরা ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর ঘোষণা, আগামী বছর মকরসংক্রান্তির দিন (১৪ জানুয়ারি) ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে।
November 04, 202511:07 AM IST

ফিল্ডে নেমে SIR-এর কাজ শুরু করে দিলেন BLO-রা

ফিল্ডে নেমে SIR-এর কাজ শুরু করে দিলেন BLO-রা। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন বুথ লেভেল অফিসারেরা। নাগরিকদের তৈরি রাখতে হবে প্রয়োজনীয় নথিপত্র।
November 04, 202510:46 AM IST

প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল

চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম-দশমের ফলাফল ঘোষণা করা হবে। কমিশন সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে কেন্দ্রীয় ভাবে। কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। ১৯৯৭ সাল থেকে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া চলত আঞ্চলিক ভাবে। সেই প্রক্রিয়ায় বাদ সাধে অতিমারি পরিস্থিতি। কমিশন সূত্রের খবর, ২০২১ সালে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় ভাবে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দফতরের এক কর্তা বলেন, ‘‘ফলাফল প্রকাশিত হওয়ার পর দ্রুততার সঙ্গে ইন্টারভিউ সম্পন্ন করতে হবে। তাই কেন্দ্রীয় ভাবে নয়, আঞ্চলিক ভাবেই এই প্রক্রিয়া করা হবে।’’ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগপ্রক্রিয়া চলছে। দু’টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম‌। শতাংশের নিরিখে পরীক্ষায় বসেছেন ৯৩%। সংখ্যায় ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। নবম-দশম-এ শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। নিয়োগপ্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়, তার জন্য ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। এর ফলে ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR West Bengal News Today Live: SIR ইস্যুতে পথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিল্ডে নেমে কাজ শুরু করে দিলেন BLO-রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল