মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে SIR। ফিল্ডে নেমে SIR-এর কাজ শুরু করে দিলেন BLO-রা। তাদের সঙ্গেই থাকবে যাবতীয় নথিপত্র। এসআইএর নিয়ে চড়ছে রাজনীতির পারদও। দুপুরে কলকাতার রাস্তায় নামছে রাজ্যের শাসক দল। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল। উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোবাধ্যায় সহ অন্যান্য় নেতৃত্ব। একই দিনে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এসআইআর নিয়ে তৃণমূলের অপপ্রচারের প্রতিবাদে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, মঙ্গলবার মুম্বই থেকে দিল্লি যাওয়ার কথা বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের। বুধে সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। আজ আইসিসি-র বৈঠক শুরু। দুবাইয়ে চার দিনের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একইসঙ্গে রঞ্জি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে কঠিন লড়াই বাংলার।
পাশাপাশি আবহাওয়ার দিকে নজর রাখলে মান্থার প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরের উপর ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের উপর তার প্রভাব পড়ার সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া মোটামটি শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
