৫০:৫০ অনুপাতে হবে রাজ্যে ICDS নিয়োগ। রায়ে জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ১৭১৩ শূন্যপদে নিয়োগে সবুজসঙ্কেত হাইকোর্টের। ৫০% নিয়োগ হবে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। বাকি ৫০% নিয়োগ অভিজ্ঞতার নিরিখে।
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে মারাত্মক কাণ্ড, আত্মঘাতী এক যাত্রী! কে তিনি জানেন?
১০ বছরের বেশি ICDS কাজ করা কর্মীরা সুযোগ পাবেন ৫০% শূন্যপদে। ছোট শিশুদের দেখভাল ও গর্ভবতী মায়েদের সুবিধার্থে কাজ করে থাকেন ICDS কর্মীরা।
advertisement
আরও পড়ুন: AIIMS-কেও দেয় জোর টক্কর, MBBS পড়ার ফি মাত্র ৫৬ হাজার টাকা! কোন মেডিক্যাল কলেজ?
উল্লেখ্য, আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে । পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে । ৩৪৫৮টি আইসিডিএস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বরে নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে মোট শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়ারি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে।
অর্ণব হাজরা