ভয় বাড়াচ্ছে করোনার পজিটিভিটি রেট। দিনের রিপোর্ট অনুযায়ী সংক্রমণের হার ১৮.৯৫ শতাংশ। বুধবারও এই হার ছিল ১৮.৫৯। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬৬৪ জন। শতকরা হিসেবে যা ৯৭.৫৭ শতাংশ (West Bengal Covid Update)।
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, দৈনিক কোভিড (COVID-19) সংক্রমণের নিরিখে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৭৩২ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস (Coronavirus)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তিলোত্তমায় এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। এই সংখ্যা যদিও বুধবারের তুলনায় কম।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২০৮ জন। শতাধিক সংক্রমণের তালিকায় জায়গা করে নিয়েছে বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, মালদহে। রাজ্যে মোট অ্যাকটিভ করোনা (West Bengal Covid Update) রোগীর সংখ্যা ২৮,৮৫৬। একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৯৮১ টি। যার মধ্যে ১৫.৯৮ শতাংশ পজিটিভ।
আরও পড়ুন : এই মেয়েরা পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়! চাঞ্চল্যকর তথ্য জানালেন গবেষকরা!
সচেতনতা বাড়াতে কোমর বাঁধছে প্রশাসনও। করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে টিকাকরণে (Corona vaccination) বাড়তি জোর দেওয়া হচ্ছে। পরিসংখ্যান বলছে, একদিনে ১,২৩,০৯৮ ডোজ পেয়েছেন রাজ্যবাসী (Coronavirus)।
ইতিমধ্যেই ১৮ বছরের বেশি নাগরিকদের বিনামূল্যে বুস্টার ডোজ (Covid-19 Booster Dose) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ শুক্রবার থেকেই তা চালু হয়ে যাবে। সেইমতো দেশের বিভিন্ন জায়গায় টিকাকেন্দ্রগুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতা পুরসভাতেও প্রস্তুতি চলছে। প্রশাসনিক স্তরে জানা গিয়েছে বুস্টার ডোজ মিলবে পুরসভার অন্তত ১০০ টি কেন্দ্র থেকে।