কলকাতা: মঙ্গলবার, অর্থাৎ ৪ নভেম্বর রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু দিন। তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে বাংলার রাজনীতিতে একাধিক দায়িত্ব সামলেছেন সুব্রত মুখোপাধ্যায়।
২০২১ সালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় সুব্রত মুখোপাধ্যায়ের। তাঁর মৃত্যু দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বর্ষীয়ান রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধা। আমার রাজনৈতিক জীবনের শুরুতে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি“।
advertisement
আরও পড়ুন: এসআইআর কী ভাবে হবে? ১৬ দফা গাইডলাইন জারি করল নির্বাচন কমিশন! না জানলেই চরম বিপদ
২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতার মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি রাজ্যের মন্ত্রিসভায় প্রথম জায়গা পান ১৯৭২ সালে, তখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল, রাজ্যের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হিসাবে দায়িত্ব নেন তিনি। তারপরে ২০১১ সালে পঞ্চায়েত মন্ত্রী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়। ২০২১ সালের ৪ নভেম্বর পর্যন্ত আমৃত্যু সেই পদে ছিলেন।
আরও পড়ুন: এসআইআর কী ভাবে হবে? ১৬ দফা গাইডলাইন জারি করল নির্বাচন কমিশন! না জানলেই চরম বিপদ
এছাড়াও চার দফায় দীর্ঘ সময় ধরে রাজ্য বিধানসভার সদস্য ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও রাজ্যের দুর্গাপুজোর উদ্যোক্তা হিসাবে ৫০ বছর ধরে দায়িত্বে ছিলেন ১৯৭১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। শেষে ৪ নভেম্বর সুব্রত মুখোপাধ্যায়ের বর্ণময় রাজনৈতিক জীবনের ইতি ঘটে।
