উল্লেখ্য, চলতি মাসেই মুখ্য সচিবের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান করোনা (Corona Situation) পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনিক কাজের সুবিধার্থে তাঁর দায়িত্বভার আরও তিন মাস বৃদ্ধির আবেদন জানিয়ে রাজ্য সরকার এর আগে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল। যুক্তি ছিল, অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিক থাকলে সব ধরণের কাজ করতে সুবিধে হয়। আগেও এমন ক্ষেত্রে বিভিন্ন আধিকারিকদের সময়সীমা বৃদ্ধির মেয়ার বাড়িয়েছে কেন্দ্র। এবারও রাজ্যের কথা শুনে কেন্দ্র আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ তিন মাস বৃদ্ধি করল। কলকাতা পুরসভার কমিশনার, পুর, পরিবহণ এবং শিল্পের মতো দফতরে বিভিন্ন সময়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
প্রসঙ্গত, গতবছর অক্টোবর মাসে রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগে স্বরাষ্ট্র দফতরের সচিব ছিলেন তিনি। আগামী ৩১ মে পর্যন্ত তাঁর কার্যকাল ছিল। আরও ৩ মাস তাঁর মেয়াদ বৃদ্ধি হওয়ায় আগস্ট পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'আমফান ও কোভিডের সময় কাজ করেছেন আলাপন। তাঁর অভিজ্ঞতা রয়েছে। মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে আমরা খুশি।’
কোনও রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি করতে হলে কেন্দ্রের অনুমতির প্রয়োজন হয়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধির জন্যও কেন্দ্রের কাছে আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সেই দাবিতে সায় দেয় কেন্দ্র। সোমবারই মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয় কেন্দ্র।