বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “সদ্য শপথ নিয়েছেন আপনারা। আপনরা অধিবেশন শুরু হবার পরে কেন আসছেন বিধানসভায়? এগারোটায় অধিবেশন শুরু হয়। সাড়ে দশটার মধ্যে অধিবেশনে আসবেন। এখন এসে আপনারা আপনাদের আসন খুঁজে বেড়াবেন এটা একেবারেই ঠিক নয়।
প্রসঙ্গত, নয়া বিধায়কদের সাত দিন ধরে বিধানসভায় প্রশিক্ষণ নিতে বলা হয়েছিল আগেই। কিন্তু তা না হওয়ায় নিয়ম না জানায় কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয় নতুন বিধায়কের মধ্যে। পরে তৃণমূল কংগ্রেস বিধায়ক দীনেন রায়কে তোপ দাগেন অধ্যক্ষ। বিধানসভায় প্রশ্ন জমা দেবেন আর সঠিক সময়ে আসবেন না। এটা চলতে পারে না।
advertisement
প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী পরিষদীয় দলের বৈঠকে এই বিষয়ে সতর্ক করেছিলেন দলীয় বিধায়কদের। নিয়ম মেনে, সঠিক সময়ে বিধানসভায় আসতে বলা হয়েছিল। আজ, মঙ্গলবারই একই সুর শোনা গেল অধ্যক্ষের গলায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 12:17 PM IST