সূত্রের খবর, এবার চেয়ারম্যান পদে কোনও বিশিষ্ট লেখককে আনা হতে পারে। প্রসঙ্গত ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তৈরি করেন সিলেবাস কমিটি।সেই কমিটির চেয়ারম্যান করা হয় শিক্ষাবিদ সুনন্দ সান্যালকে। কিন্তু তার কয়েকমাস বাদেই রাজ্য সরকারের সঙ্গে মতানৈক্য জড়িয়ে পড়েন সুনন্দ সান্যাল। তিনি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ার পর অভীক মজুমদার কে সিলেবাস কমিটির চেয়ারম্যান করা হয়।
advertisement
মূলত ২০১১ সালের পর থেকে নতুন করে বিভিন্ন বই তৈরি করা, সিলেবাসের খোলনলচে বদল,পরীক্ষা ব্যবস্থার একাধিক বদলের কাজ হয়েছে। শুধু তাই নয়, একাধিক নতুন পাঠক্রম আনারও কাজ হয়েছে গত কয়েকবছর ধরে। কিন্তু এবার সিলেবাস কমিটির চেয়ারম্যান পদে অভীক মজুমদারের থাকতে না চাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরতে চান। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন " কথাটা অর্ধসত্য। উনি অনুরোধ করেছিলেন, দুটো কাজই করতে চায়। বিশ্ববিদ্যালয়ে পড়াতেও চান আবার সিলেবাস কমিটির দেখভালও করতে চান। তাই ওঁকে উপদেষ্টা করা হয়। যাতে তিনি পড়াতে পাড়েন, সেই ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে কে ওই পদে আসবেন, সেটা ওঁর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।"
তবে শুধু চেয়ারম্যান পদে নতুন করে নিয়োগ নয়, সদস্যদের ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হচ্ছে বলে সূত্রের খবর। পাশপাশি, সিলেবাস কমিটিকে আরও নতুন কিছু দায়িত্ব দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়