TRENDING:

Vote Violence WB govt moves to Supreme Court| ভোট হিংসা তদন্তে সিবিআই, পাল্টা দানে সুপ্রিম দ্বারে রাজ্য

Last Updated:

Vote Violence WB govt moves to Supreme Court| রাজ্যের তরফে এই আবেদনের দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোট হিংসা (Post Poll Violence) নিয়ে রাজ্যে সিবিআই তদন্তের ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের বিবাদ আরও একধাপ চড়ল। রাজ্যের আগাম অনুমতি ছাড়াই সিবিআই মামলা রুজু করছে অথচ ৩ বছর আগে সহমত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে দায়ের করা মামলায় আইনজীবী সিদ্ধার্থ লুথরা সংবিধানের ১৩১ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করেছেন। বলা হয়েছে, রাজ্য সিবিআই-কে দেওয়া সহমত প্রত্যাহার করে নেওয়া সত্ত্বেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়াই মামলা রুজু করছে, যা বেআইনি। রাজ্যের তরফে এই আবেদনের দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।
advertisement

বুধবারই ভোট-পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেখানে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার শীর্ষ আদালতকে বলছে তারা সিবিআই তদন্তে পক্ষপাতদুষ্টতার গন্ধ পাচ্ছে। কারণ সিবিআই কাজ করছে কেন্দ্রের অঙ্গুলিহেলনে। কেন্দ্রের নির্দেশে কোনঠাসা করা হচ্ছে তৃণমূলের নেতাদের।

অবশ্য এ বিষয়ে সুপ্রিম কোর্ট এখুনি কোনও রায় দেয় কিনা সে বিষয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। কেননা আগেভাগে যাতে সুপ্রিম কোর্ট রায় না দেয় তা নিশ্চিত করতে ইতিমধ্যে হাইকোর্টে মামলা করা একাধিক আবেদনকারী ক্যাভিয়েট দাখিল করে রেখেছে সুপ্রিম কোর্টে।

advertisement

গত ১৯আগস্ট ভোট-পরবর্তী খুন ও ধর্ষণের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। নির্দেশে বলা হয় খুন ধর্ষণের মতো ঘটনাগুলির ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম হিংসাত্মক ঘটনাগুলির ক্ষেত্রে তদন্ত করবে সিট। আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট চায় হাইকোর্ট।

রাজ্য সরকার অবশ্য প্রথম প্রতিবাদ করছিল, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রায়দানের। রাজ্য সরকারের যুক্তি ছিল জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে এই রায় মান্যতা দেয়া হচ্ছে। কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের যে প্রতিনিধি দল এই রিপোর্টটি তৈরির নেপথ্য ছিলেন, তারা বিজেপি কর্মী।

advertisement

উল্লেখ্য জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়েছিল ১৯০০-র বেশি অভিযোগে সারবত্তা রয়েছে। এর মধ্যে বাহাত্তরটি ধর্ষণের ঘটনা এবং অন্তত ৫২ টি খুনের অভিযোগ রয়েছে।

রাজ্য সরকারের যুক্তি, এর মধ্যে বহু ঘটনার ক্ষেত্রেই হয় কোনও এফআইআর হয়নি, নয়তো এমন সময়ের ঘটনা যে সময় রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন ছিল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Vote Violence WB govt moves to Supreme Court| ভোট হিংসা তদন্তে সিবিআই, পাল্টা দানে সুপ্রিম দ্বারে রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল