ওই আইনজীবীর বক্তব্য, আরজি কর কাণ্ডের মৃতার নাম প্রকাশ্যে বলেছেন পুলিশ কমিশনার। তাই তাঁকে পদ থেকে সরানো হোক। প্রধান বিচারপতি জানান, ”এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেখানে গিয়ে আপনারা বলুন। সংবাদমাধ্যমে দেখলাম কেন্দ্রীয় সরকার মামলায় যুক্ত হতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করবে। সেখানে কী হয় দেখা যাক, তার পরেই আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে।”
advertisement
আরও পড়ুন: ফের ভয়ঙ্কর অভিযোগ, এবার সরিয়ে দেওয়া হল আরও এক গুরুত্বপূর্ণ হাসপাতালের প্রিন্সিপালকে!
এদিকে, যাঁর পদত্যাগ দাবি, তাঁর কাছেই সেই দাবিতে মঙ্গলবার স্মারকলিপি তুলে দিলেন জুনিয়র চিকিৎসকরা৷ কলকাতা পুলিশের কোনও নগরপালের অতীতে এমন অভিজ্ঞতা হয়েছে কি না, তা বলা কঠিন৷ কিন্তু জুনিয়র চিকিৎসকদের থেকে নিজের পদত্যাগের দাবিতে লেখা স্মারকলিপি গ্রহণ করে অবশ্য বিনীত গোয়েল জানিয়ে দিলেন, আরজি কর কাণ্ডে তাঁর নিজের ভূমিকায় তিনি সন্তুষ্ট৷
একই সঙ্গে অবশ্য কলকাতার পুলিশ কমিশনার আন্দোলনকারী চিকিৎসকদের জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন তাঁর ভূমিকা সন্তোষজনক নয়, তাহলে তিনি সরে যেতে রাজি৷
নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই সোমবার বিকেলের পর থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিটের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে পুলিশ ব্যারিকেড সরিয়ে বেনটিক্ট স্ট্রিট পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দিলে জুনিয়র চিকিৎসকরা রাস্তা খালি করে দেন৷ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গেও দেখা করে৷