‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে অত্যাধুনিক প্রযুক্তিতে দেশীয়ভাবে নির্মিত এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি রাতের যাত্রার কথা মাথায় রেখে বিশেষভাবে নকশা করা হয়েছে। কম্পনমুক্ত, মসৃণ যাত্রার অভিজ্ঞতার সঙ্গে যাত্রীদের জন্য উন্নত আরাম ও আধুনিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিমান ভ্রমণের তুলনায় কম ভাড়ায় দূরপাল্লার যাত্রীদের জন্য এটি একটি সময়-সাশ্রয়ী ও প্রিমিয়াম বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
advertisement
‘জানুয়ারি গেলে সুর নরম হবে লালু ,কেজরিওয়াল এখন সব ইতিহাস’! অভিষেকের মন্তব্যে পাল্টা দিলেন দিলীপ!
এই ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পাশাপাশি আসামের বঙ্গাইগাঁও ও কামরূপ মেট্রোপলিটন জেলায় পরিষেবা দেবে। উন্নত এই সংযোগের ফলে পর্যটন, বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করা হচ্ছে, একই সঙ্গে যাত্রীদের যাতায়াতও আরও সহজ হবে। গতি, নিরাপত্তা ও আরামের সমন্বয়ে এই বন্দে ভারত স্লিপার ট্রেন আধুনিক রেল যাত্রায় একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে।
এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় রেলওয়ে দেশজুড়ে বিশ্বমানের, যাত্রী-কেন্দ্রিক রেল পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি আরও একবার তুলে ধরল।
যদিও এখনও এই নতুন ট্রেনের নির্দিষ্ট টাইমটেবিল ঘোষণা করা হয়নি, তবে ভাড়া মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে বলে জানা গিয়েছে। সম্ভাব্যভাবে এসি থ্রি-টায়ারের ভাড়া হতে পারে প্রায় ২,৩০০ টাকা, এসি টু-টায়ারের ভাড়া প্রায় ৩,০০০ টাকা এবং ফার্স্ট ক্লাস এসি-র ভাড়া প্রায় ৩,৬০০ টাকা।
১৬টি কোচ নিয়ে চলবে এই ট্রেন। এর মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি টু-টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। একসঙ্গে প্রায় ৮২৩ জন যাত্রী এই বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রা করতে পারবেন বলে জানা গিয়েছে।
