বাণিজ্যিক যাত্রা শুরুর আগেই যাত্রীদের মধ্যে কামাখ্যা (KYQ) এবং হাওড়ার (HWH) মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (ট্রেন নং ২৭৫৭৬) নিয়ে উত্তেজনা তুঙ্গে, মিলেছে অভূতপূর্ব সাড়া। পিআরএস এবং অন্যান্য সাইটের মাধ্যমে টিকিট সংরক্ষণ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সমস্ত আসন বুক হয়ে গিয়েছে। দ্রুত টিকিট বিক্রি হয়ে যাওয়াটা স্পষ্টভাবে যাত্রীদের সেই আগ্রহকে প্রতিফলিত করে।
advertisement
২২ তারিখ কামাখ্যা থেকে ছাড়বে ট্রেনটি। আর ২৩ জানুয়ারি হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি চালু হবে। এই নতুন পরিষেবার জন্য টিকিট বুকিং ১৯ জানুয়ারি সকাল ০৮ টায় খোলা হয়েছিল। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে, সমস্ত শ্রেণীর টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে যায়, যা চালু হওয়া এই প্রিমিয়াম সেমি-হাই-স্পিড পরিষেবার প্রতি জনসাধারণের বিপুল উৎসাহকে প্রতিফলিত করে।
সর্বমোট ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন এই ট্রেনে।হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত থার্ড এসি-র ভাড়া ২৪৩৫ টাকা,সেকেন্ডে এসির ভাড়া ৩১৪৫ টাকা, ফার্স্ট এসির ভাড়া ৩৮৫৫ টাকা। হাওড়া থেকে এনজেপি পর্যন্ত থার্ড এসি-র ভাড়া ১৪২৫ টাকা, সেকেন্ড এসির ভাড়া ১৮৪০ টাকা, ফার্স্ট এসির ভাড়া ২২৫৫টাকা। হাওড়া থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত থার্ড এসি-র ভাড়া ১০১০টাকা, সেকেন্ড এসির ভাড়া ১৩০৫ টাকা, ফার্স্ট এসির ভাড়া ১৬০০ টাকা।
