উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে সম্প্রতি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ১৭ জানুয়ারি, ২০২৬ তারিখে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন এবং ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলির উদ্বোধন করেছেন। এই নতুন পরিষেবাগুলি শুরু হওয়ায় এই অঞ্চল জুড়ে দূরপাল্লার রেল সংযোগ মজবুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনস্থ বেশ কয়েকটি স্টেশন, যেমন মরানহাট, ফরকাটিং, লামডিং, জাগিরোড, রঙিয়া, নিউ বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার এবং নিউ জলপাইগুড়ি রয়েছে, যেখানে উদ্বোধনী ট্রেনগুলিকে স্বাগত জানাতে স্থানীয় লোকজন বিপুল সংখ্যায় সমবেত হয়।
advertisement
ট্রেনগুলির আগমনের উদযাপন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসঙ্গীত এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে করা হয়, যার ফলে স্টেশন চত্বরে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বন্দে ভারত ব্র্যান্ডের অধীনে ভারতের প্রথম স্লিপার ভ্যারিয়েন্ট, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসকে তার আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য এবং রাত্রিকালীন যাত্রায় উন্নত আরামের জন্যপ্রশংসা পেয়েছে। একইভাবে, সাশ্রয়ী ও আরামদায়ক ভ্রমণের বিকল্প প্রদানের জন্য অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলি সমাদৃত হয়েছে।
আরও পড়ুন : অসম ও অরুণাচল প্রদেশের পর্যটনে নতুন মাত্রা, যোগাযোগ ব্যবস্থায় গতি যোগ করে বাণিজ্যে জোয়ার এনেছে বগীবিল সেতু
জনসাধারণের এই উৎসাহব্যঞ্জক সমাদর এই কথাটিকে প্রমাণ করে যে এই অঞ্চলে উন্নত রেল পরিষেবার চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে নতুন প্রজন্মের ট্রেন পরিষেবা চালু করার মাধ্যমে আধুনিকীকরণ এবং উন্নত যাত্রী অভিজ্ঞতার প্রতি তার প্রতিশ্রুতি বজায় রেখেছে। নতুন ট্রেনগুলি যোগাযোগ ব্যবস্থায় আমূল বদল আনবে উত্তর পূর্ব ভারতে।
