বুধবার সকালে ময়দানে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এই কর্মসূচির উদ্বোধন হয়। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের হাত ধরে এই পরিষেবার উদ্বোধন হয়। বৃহস্পতিবার ই এম বাইপাসের ধারে অজয়নগর ক্রসিং-এ এবং শুক্রবার টালা পার্কের কাছে কলকাতা পুলিশের ট্র্যাফিক ট্রেনিং স্কুলে হবে গাড়িতে এসে এই টিকা নেওয়ার সুবিধা। প্রতি দিন সকাল ১০ থেকে শুরু হবে এই কোভিড-১৯ টিকাকরণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সাধারণ টিকাকরণ কর্মসূচির মতোই এ ক্ষেত্রেও কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। নিয়ে যেতে হবে আধার কার্ডের মতো সচিত্র পরিচয়পত্র। দিতে হবে টিকার নির্ধারিত দামও।
advertisement
আমরি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন দিনে অন্তত পক্ষে হাজারখানেক মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সবথেকে বড় কথা কোনও রকম স্লট বুকিং করার প্রয়োজন নেই। যে কোন চার চাকার বাহনে অর্থাৎ অ্যাপ ক্যাব বা ট্যাক্সিতে চেপে আসলেও আরোহীরা সর্বাধিক চারজন করোনা টিকা সংগ্রহ করতে পারবেন। আমরি হাসপাতালের সিইও রূপক বড়ুয়া জানান, নির্ঝঞ্ঝাটে যাতে মানুষ এই টিকা সংগ্রহ করতে পারেন, তার জন্য আমাদের এই উদ্যোগ। এই টিকাকরণ কর্মসূচি সফল হলে আগামী দিনে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি গ্রহণ করা সম্ভব হবে।
