TRENDING:

দুধের শিশুকে নিয়ে হাওড়া স্টেশনে আটকে পড়লেন দুই মা, থাকা-খাওয়ার ব্যবস্থা করল হাওড়া পুলিশ

Last Updated:

মঙ্গলবার অসম থেকে হাওড়া স্টেশনে পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন ইয়াস-এর কারণে বাতিল হয়ে গিয়েছে ট্রেন চলাচল | ফলে কেরল যেতে পারবেন না তাঁরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Debasish Chakraborty
advertisement

#হাওড়া: সব কিছুই ঠিকঠাক থাকলে পৌঁছে যেতে পারতেন স্বামীর কাছে, নিজের ছোট্ট সন্তানকে দেখবেন বলে উদগ্রীব কেরলে থাকা পিতাও | সব কিছুই যেন উলটপালট করে দিল "ইয়াস" | ইয়াসের জেরে বন্ধ প্রায় সব শাখার ট্রেন চলাচল | অসম থেকে হাওড়াতে এসে বিপাকে নিজের সন্তান-সহ দুই মহিলা | অসম থেকে কেরলে কর্মরত স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে অসমের মরিগাঁও থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুই মহিলা। সঙ্গে ছিল তাঁদের দুই সন্তান, একজনের বয়স ৭ বছর আর একজনের বয়স মাত্র ৫ মাস | গতকাল, মঙ্গলবার হাওড়া স্টেশনে পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন ইয়াস-এর কারণে বাতিল  হয়ে গিয়েছে ট্রেন চলাচল | কেরল যাওয়ার টিকিট থাকলেও আজ তাঁরা যেতে পারবেন না |

advertisement

এ দিকে অসমে ফের ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ | অগত্যা ঠাঁই হয় খোলা আকাশের নীচে | ঘূর্ণিঝড়ের জেরে শুরু হয় বৃষ্টি, বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে শিশুদের নিয়ে বসেছিলেন দুই মহিলা | এ সময় শিশুর কান্নার আওয়াজ শুনে কর্তব্যরত পুলিশ কর্মীরা  থমকে দাঁড়ান | খবর যায় হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন এলাকায় ট্রাফিক ইনস্পেক্টর সুকান্ত কর্মকার এর কাছে | তড়িঘড়ি সেখানে আসেন সুকান্ত বাবু | সুকান্ত বাবু এবং কর্তব্যরত পুলিশ কর্মী এবং বরণ মুখোপাধ্যায়ের বদন্যতায় ও মানবিকতায় দুধের শিশুসহ মহিলাদের জন্য জোগাড় হয় আস্তানা | লকডাউনের জেরে হাওড়া শহরে বন্ধ সব হোটেল | পুলিশকর্মীদের উদ্দ্যোগে একটি হোটেলের ঘর জোগাড় হয় এই মহিলা এবং শিশুদের জন্য | মাথার উপর ছাদ পেয়ে মেহেরজান বেগম জানান, ‘‘ভিন রাজ্য থেকে এসে প্রায় বিপাকেই পড়েছিলাম পাঁচ মাসের সন্তানকে নিয়ে | একটা সময় মনে হচ্ছিল কী করব, সন্তানকে কী করে বাঁচাবো এই খোলা আকাশের নিচে | কতদিন এইভাবে রাস্তায় পড়ে থাকতে হবে তা একেবারেই বুঝে উঠতে পারছিলাম না | দুই পুলিশকর্মী আমাদের প্রায় মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেন |’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর লক্ষতে আটকে নেই, কোটি দর্শক দর্শন করে ফেললেন দিঘার জগন্নাথ মন্দির, চিনুন ভাগ্যবানদের
আরও দেখুন

উদ্ধারকারী পুলিশকর্মী অরুণ বাবু জানান, ‘‘প্রতিদিনের মতই আজও হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্স এলাকায় কাজ করছিলাম হঠাৎ করেই শুনতে পাই শিশুর কান্না| নজরে আসে পাঁচ মাসের শিশুকে নিয়ে বসে রয়েছেন দুই মহিলা রয়েছে আরও একটি সাত বছরের সন্তান | ওঁদের কাছে পুরো ঘটনার কথা শুনে খবর দিই বড়বাবু সুকান্ত কর্মকারকে | সুকান্ত বাবুর নির্দেশেই তাঁদের খাবার জোগাড় করা হয় এবং পরবর্তীকালে এই লকডাউন এর মধ্যেই একটি হোটেল খুঁজে বার করে তাঁদেরকে সেখানে আস্তানা তৈরি করে দিয়েছি |’’ অন্যদিকে সুকান্ত বাবু জানান, ‘‘লকডাউনে প্রতিদিনই কেউ বা কারা আসছেন যাঁরা সমস্যায় পড়ছেন হাওড়া স্টেশনে এসে | লকডাউন এর মধ্যেই ভিন রাজ্য থেকে আসা মানুষজন পৌঁছতে পারছেন না গন্তব্যস্থলে । তাঁদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া এবং কিছু মানুষকে খাবার দাবার জোগাড় করে দেওয়া প্রতিদিনই চলছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে | তবে এই দুই মহিলা একেবারে অসহায় ছিলেন  । স্বামীর কাছে পৌঁছানোর জন্য তাঁদের যেতে হবে কেরলে । ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের না অসম ফেরত পাঠানো যেত, না কেরলে যাওয়ার কোনও রাস্তা ছিল | এমনকি হোটেল বা ঘর কোথাও পাওয়া যাচ্ছিল না | অনেক কষ্টে গোলাবাড়ি এলাকায় একটি হোটেল খোলা পাওয়া যায় এবং সেখানেই তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে | বুধবার তাঁদের কেরল যাওয়ার কথা থাকলেও ট্রেন বাতিল হওয়ায় তাঁরা সেখানে যেতে পারবেন না | যতদিন না তাঁরা কেরলের উদ্দেশ্য রওনা দিতে পারছেন ততদিন তাঁদের থাকা খাওয়ার ভার নিয়েছে হাওড়া সিটি পুলিশ | ট্রেন চালু হলেও ট্রেনের টিকিটের একটা সমস্যা থেকেই যাবে সে ক্ষেত্রে তাঁদেরকে কেরল যাওয়ার টিকিটের ব্যবস্থাও করবে হাওড়া সিটি পুলিশ’’, জানালেন হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন এলাকায় ট্রাফিক ইনস্পেক্টর সুকান্ত কর্মকার | একদিকে লকডাউন অন্যদিকে ইয়াসের মতন ঝড় সঙ্গে বৃষ্টি অবস্থায় দুধের শিশুটিকে বাঁচাতে পেরে আমরা অনেকটাই ধন্য | এখন আমাদের একটাই লক্ষ্য এই শিশুটিকে তার পিতার কাছে পৌঁছে দেওয়া |

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুধের শিশুকে নিয়ে হাওড়া স্টেশনে আটকে পড়লেন দুই মা, থাকা-খাওয়ার ব্যবস্থা করল হাওড়া পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল