TRENDING:

Giriraj Singh | Mamata Banerjee: সলমনের সঙ্গে নাচের তালে পা, মমতাকে নিয়ে ‘বেফাঁস’ বিজেপি-র গিরিরাজ! তীব্র নিন্দা শশী-চন্দ্রিমার

Last Updated:

গিরিরাজের সেই ভিডিও বুধবার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তারপরেই শুরু হয়ে যায় শোরগোল৷ কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা আন্তর্জাতিক ফিল্মোৎসবের উদ্বোধনী মঞ্চে সলমন, সোনাক্ষীদের সঙ্গে মঞ্চে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ মঙ্গলবার এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে একটি ‘মন্তব্য’ করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য ছিল, ‘‘উনি (মমতা) তো এখন তৃতীয় কোনও দুনিয়া রয়েছেন৷’’ গিরিরাজের এ ধরনের মন্তব্যের প্রতিবাদে এবার বিধানসভা অধিবেশন চলাকালীনই প্রতিবাদে মুখর হলেন তৃণমূলের মহিলা বিধায়কেরা৷ তাঁদের পাল্টা প্রশ্ন, ‘‘মা বোনেদের সম্মান জানাতে কি ওদের সমস্যা আছে?’’
advertisement

গত মঙ্গলবারই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক ফিল্মোৎসবের৷ অন্যবারের মতো এদিনের উৎসবে যোগ দিতে পারেননি অমিতাব বচ্চন এবং শাহরুখ খান৷ তবে তাতে তারকা সমাবেশে কোনও ঘাটতি পড়েনি৷ কিং খানের অভাব পূরণ করে দিয়েছেন বলিউডের ভাইজান সলমন খান৷ সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সোনাক্ষী সিনহা এবং শত্রুঘ্ন সিনহাও৷ উদ্বোধনী মঞ্চেই এবারের ফিল্মোৎসবের থিম সঙের সঙ্গে সলমন-সোনাক্ষীদের সঙ্গে পা মেলাতে দেখা যায় মমতাকে৷

advertisement

এদিন বুধবারের বাতিল হয়ে যাওয়া ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ও মমতার এবিষয়ে মন্তব্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বেনজির ভাবে আক্রমণ করেন মমতাকে৷ বলেন, ‘‘রাজ্য যখন একের পর এক দুর্নীতির প্রসঙ্গ সামনে আসছে, তখন তিনি তৃতীয় কোনও দুনিয়া অবস্থান করছেন৷ সলমনদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন৷’’

advertisement

গিরিরাজের সেই ভিডিও বুধবার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তারপরেই শুরু হয়ে যায় শোরগোল৷ কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল৷

আরও পড়ুন: মমতাকে ফোন করেছিলেন স্বয়ং রাহুল! বৈঠক নিয়ে মিটল জটিলতা… কী জানালেন তৃণমূলনেত্রী?

এদিন বিধানসভা অধিবেশন চলাকালীনও গিরিরাজের মন্তব্যের প্রসঙ্গ তোলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘ফিল্ম ফেস্টিভ্যাল গতকাল শুরু হয়েছে৷ যার জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রদেশের মানুষ এসেছেন৷ গতকাল সলমন খান এসেছিলেন৷ আমরা অবাক হলাম এটা দেখে যে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে ভাষায় কথা বললেন৷ এটা যথাযথ নয়। মমতা বন্দোপাধ্যায় গতকাল অনেকের অনুরোধে পা মিলিয়েছেন৷ বিশেষ করে সলমন খানের অনুরোধে৷ তা নিয়ে যে ভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হল সেটা ন্যক্কারজনক। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ এটা অত্যন্ত অপমানজনক কথা৷ একটা নারীকে অপমান করা মানে নিজের মা’কে অপমান করা৷ এই ধরণের নারী বিদ্বেষ সহ্য করবে না রাজ্যের মানুষ। ’’

advertisement

আরও পড়ুন: হাইকোর্টে বিরাট স্বস্তি শুভেন্দুর! ৫ কোটির মানহানি মামলায় নির্দেশ উচ্চ আদালতের

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অন্যদিকে শশী পাঁজাকেও এ নিয়ে তীব্র প্রতিবাদ করতে শোনা যায় বিধানসভায়৷ মন্ত্রী বলেন, ‘‘২০২১ সালে বারবার মোদি এসেছেন। যে ভাষায় ‘দিদি ও দিদি’ বলেছিলেন তা যথেষ্ঠ অশালীন ছিল৷ এই গিরিরাজ সিং মহিলাদের টাকা বন্ধ করে দিয়েছেন অন্যায় ভাবে৷ যাঁরা মহিলাদের বিরুদ্ধে থাকে, তাঁদের দলের সাংসদ হলেন ব্রিজভূষণ৷ যদিও তিনি আছেন স্বপদে৷ আর কুস্তিগীররা রাস্তায় বসে আছেন। এই ভিডিও ট্যুইট করেছেন বিরোধী দলনেতা। এরা নারীকে সম্মান করবে? এরা নারী বিদ্বেষী। বাংলা তার নিজের মেয়েকে চায়। ভারত নিজের মেয়েকে সম্মান করতে জানে৷ মা বোনেদের সম্মান জানাতে কি ওদের সমস্যা আছে?’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Giriraj Singh | Mamata Banerjee: সলমনের সঙ্গে নাচের তালে পা, মমতাকে নিয়ে ‘বেফাঁস’ বিজেপি-র গিরিরাজ! তীব্র নিন্দা শশী-চন্দ্রিমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল