TRENDING:

Kunal Ghosh: তৃণমূলের রাজ্য সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল, কী প্রতিক্রিয়া তাঁর বিরোধী শিবিরের?

Last Updated:

এটা দলের অভ্যন্তরীণ বিষয়, বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: লোকসভা ভোটের আগে জোর চর্চা কুণাল ঘোষকে নিয়ে। মে মাসের প্রথম দিনেই তাকে দেখা গেছে এক মঞ্চে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে ৷ সকালে বিপক্ষ দলের প্রার্থীর সঙ্গে অরাজনৈতিক মঞ্চে। আর বিকেলেই তাঁকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ যদিও তৃণমূলের এই সিদ্ধান্ত নিয়ে ফের সমালোচনা করতে শোনা গিয়েছে কুণাল ঘোষকে। কুণাল পদ থেকে সরায় ভিন্ন রাজনৈতিক দলের নেতারা নানা মত পোষণ করেছেন ৷ তাঁর আচরণকে সমর্থন করতেও দেখা গিয়েছে কাউকে কাউকে।
কুণাল ঘোষ (Photo: Kunal Ghosh/ Facebook)
কুণাল ঘোষ (Photo: Kunal Ghosh/ Facebook)
advertisement

CPIM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘কুণাল ঘোষ রক্তদান শিবিরে বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বলে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, অনুব্রত মণ্ডলকে কি পদ থেকে সরানো হয়েছিল? বড় অপরাধীদের বেশি কদর তৃণমূলে। তাই অনুব্রত, জ্যোতিপ্রিয় মল্লিকদের সরানো হয় না।’’

আরও পড়ুন– সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস, রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে

advertisement

বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘‘তৃণমূল রাজনৈতিক ভাবে কতটা অসহিষ্ণু, এই ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ। অরাজনৈতিক অনুষ্ঠানে দুই দলের লোকজনই ছিলেন। সেখানে একজনের প্রশংসা করলে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে দেবও তো আমার এলাকায় গিয়ে আমার প্রশংসা করেছে! রাজনৈতিক অসহিষ্ণুতার চরম নিদর্শন এটি।’’

advertisement

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “দেব কেন মিঠুনের সঙ্গে কথা বলেছেন, প্রশংসা করেছেন, সেদিন প্রশ্ন তুলছিলেন কুণালবাবু। আজ আর তাঁর উপরও কোপ নামল! রোজই কেউ না কেউ পার্টি বদলায়। তার সঙ্গে বসে কথা বললে তাড়িয়ে দেবে? তৃণমূলের মতো দলকে নিষিদ্ধ করা উচিত, নইলে এই অমানবিকতা বন্ধ হবে না।”

আরও পড়ুন– রাশিফল ২ মে; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কুণাল ঘোষ অবশ্য জানিয়েছেন, পদ থেকে অপসারণের কোনও চিঠি এখনও পাননি তিনি। তিনিও জেনেছেন দলের প্রেস বিজ্ঞপ্তি দেখেই। কুণালের প্রশ্ন, “আমাকে কি ফোন করে একবার বলা যেত না, তুমি যে পদ থেকে সরতে চেয়েছিলে, সেই সব পদ থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হল। ‘রিমুভ’ শব্দটা আসল কোথা থেকে? আমি তো নিজেই ওই পদগুলি থেকে সরতে চেয়েছিলাম।” যে বিষয় নিয়ে এত আলোচনা সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, এটা দলের অভ্যন্তরীণ বিষয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: তৃণমূলের রাজ্য সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল, কী প্রতিক্রিয়া তাঁর বিরোধী শিবিরের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল