বিজেপি অবশ্য বলছে, লোকাল ট্রেন বন্ধ বহু মানুষকে সাইকেল করে কলকাতা যেতে হচ্ছে। পেট্রোল-ডিজেলের রাজ্য কেন্দ্রের থেকে বেশি কর পায়। করের টাকা তারা আরও কমাচ্ছে না কেন? প্রসঙ্গত আজ বেচারামের এই অভিনব প্রতিবাদের দিনেই কলকাতায় সেঞ্চুরি হাঁকিয়েছেন পেট্রোল।
উল্লেখ্য এর আগে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে পথে নেমেছে বামেরা। তৃণমূলও চাইছে এই ইস্যুকে হাতিয়ার করেই বিরোধিতার সুর চড়াতে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজেই এই কথা তুলতে চান সংসদ ভবনে। শুধু লোকসভার অন্দরেই নয়, পেট্রোল ডিজেল নিয়ে নামার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। আগামী ১০ এবং ১১ জুলাই সমস্ত তৃণমূল বিধায়ককে করোনা বিধি মেনেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরোধিতায় রাস্তায় নামতে বলা হয়েছে স্ব স্ব এলাকায়। এমনকি বিজেপি বিরোধী জোট এই ইস্যুকে অস্ত্র করেই একজোট হতে পারে বলেও মনে করা হচ্ছে। আর বেচারামরা সেই রণকৌশলেরই প্রতিনিধি।
advertisement
তৃণমূল অবশ্য বহুদিন ধরেই পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে সরব। জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিন দুয়েক আগে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পেট্রোল, ডিজেলের দাম কমাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নেওয়া করের হার কমানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷