TRENDING:

Becharam Manna Protest| সিঙ্গুর থেকে বিধানসভা, কলকাতায় তেলের সেঞ্চুরির দিনে প্রতিবাদে সাইকেলে এলেন বেচারাম মান্না

Last Updated:

Becharam Manna Protest| বিধানসভায় বাজেট অধিবেশ আজ। বেচারাম এই অধিবেশনে এলেন সাইকেল চালিয়েই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনব প্রতিবাদে সামিল সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা শ্রমমন্ত্রী বেচারাম মান্না। মোদি বাবু পেট্রোল বেকাব - দিন কয়েক  আগেই তৃণমূল জনপ্রিয় করেছিল এই ট্যাগলাইন। ট্যুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। এবার সাইকেলে এই পোস্টটার সেঁটে সিঙ্গুর থেকে কলকাতা রওনা দিলেন বেচারাম মান্না। বিধানসভায় বাজেট অধিবেশ আজ। বেচারাম এই অধিবেশনে এলেন সাইকেল চালিয়েই। তাঁর কথায়, "পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে। এরই মধ্যে আজ রাজ্য বাজেট। আমি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে বিধানসভা এলাম। আমার বিশ্বাস এই অবস্থার মধ্যে সাধারণ মানুষকে পথ দেখাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"
advertisement

বিজেপি অবশ্য বলছে, লোকাল ট্রেন বন্ধ বহু মানুষকে সাইকেল করে কলকাতা যেতে হচ্ছে। পেট্রোল-ডিজেলের রাজ্য কেন্দ্রের থেকে বেশি কর পায়। করের টাকা তারা আরও কমাচ্ছে না কেন? প্রসঙ্গত আজ বেচারামের এই অভিনব প্রতিবাদের দিনেই কলকাতায় সেঞ্চুরি হাঁকিয়েছেন পেট্রোল।

উল্লেখ্য এর আগে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে পথে নেমেছে বামেরা। তৃণমূলও চাইছে এই ইস্যুকে হাতিয়ার করেই বিরোধিতার সুর চড়াতে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজেই এই কথা তুলতে চান সংসদ ভবনে। শুধু লোকসভার অন্দরেই নয়, পেট্রোল ডিজেল নিয়ে নামার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। আগামী ১০ এবং ১১  জুলাই সমস্ত তৃণমূল বিধায়ককে করোনা বিধি মেনেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরোধিতায় রাস্তায় নামতে বলা হয়েছে স্ব স্ব এলাকায়। এমনকি বিজেপি বিরোধী জোট এই ইস্যুকে অস্ত্র করেই একজোট হতে পারে বলেও মনে করা হচ্ছে। আর বেচারামরা সেই রণকৌশলেরই প্রতিনিধি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তৃণমূল অবশ্য বহুদিন ধরেই পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে সরব। জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিন দুয়েক আগে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  পেট্রোল, ডিজেলের দাম কমাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নেওয়া করের হার কমানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Becharam Manna Protest| সিঙ্গুর থেকে বিধানসভা, কলকাতায় তেলের সেঞ্চুরির দিনে প্রতিবাদে সাইকেলে এলেন বেচারাম মান্না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল