TRENDING:

Jawhar Sircar expelled from TMC Whatsapp group: হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হল জহরকে! চরম পদক্ষেপ নেবে তৃণমূল? জোর জল্পনা

Last Updated:

দলের রাজ্যসভার গ্রুপ থেকে বাদ পড়ার পর জহর সরকার কী করেন, সেটাই এখন দেখার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জহর সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলেছিল৷ এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হল জহর সরকারকে৷
তৃণমূলের রোষে জহর সরকার৷
তৃণমূলের রোষে জহর সরকার৷
advertisement

কয়েকদিন আগেই দলের নেতাদের একাংশের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যসভার সাংসদ জহর৷ এর পরেই তাঁর বিরুদ্ধে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়৷ দল যে তাঁর মন্তব্য ভাল ভাবে নেয়নি, তা জানিয়ে সাংসদকে জানিযে দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়৷

আরও পড়ুন: জহর সরকারের বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা? মনোভাব জানিয়ে সাংসদকে চিঠি দিল দল

advertisement

কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে জহর বলেছিলেন, 'এক পাশ পচা শরীর নিয়ে ২০২৪-এ বিজেপি-র মোকাবিলা করা কঠিন হবে তৃণমূলের পক্ষে৷' প্রসার ভারতীর প্রাক্তন সিইও-র নিশানায় ছিলেন দুর্নীতিতে অভিযুক্ত দলের নেতারা৷ এর পরেই জহর সরকারকে সাংসদ পদ ছেড়ে দেওয়ার 'পরামর্শ' দিয়েছিলেন সৌগত রায়, তাপস রায়ের মতো তৃণমূল নেতারা৷ জহর সরকার অবশ্য জানিয়েছিলেন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি সাংসদ পদে ইস্তফা দিতে তৈরি৷

advertisement

দলের রাজ্যসভার গ্রুপ থেকে বাদ পড়ার পর জহর সরকার কী করেন, সেটাই এখন দেখার৷ সূত্রের খবর, জহর নিজে থেকে পদত্যাগ করুন, এমনটাই চাইছে তৃণমূল নেতৃত্ব৷ কারণ নিজের বক্তব্যের সপক্ষে সাংসদ যে ব্যাখ্যা দলকে দেন, তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট নয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় ছোটদের জন্য আলাদা আনন্দ! বাচ্চাদের নিয়ে গেলে মিস করবেন না এই রঙিন পার্ক, রইল হদিশ
আরও দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরাবরের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন জহর সরকার৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিতে আসার পর জহর সরকারকে রাজ্যসভায় মনোনয়ন দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের গ্রেফতারির পর দলের নেতাদের দুর্নীতি নিয়ে সরব হন জহর৷ তার পরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সাংসদের৷ তাঁর উপরে যে দল রুষ্ট, তা বুঝিয়ে েদওয়া হয় সাংসদকে৷ যদিও রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাঁকে বের করে দেওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জহর সরকার৷ 

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jawhar Sircar expelled from TMC Whatsapp group: হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হল জহরকে! চরম পদক্ষেপ নেবে তৃণমূল? জোর জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল